মেদিনীপুর, 22 মে:মেদিনীপুরের সঞ্জু ৷ তখন ও বেশ ছোট ৷ বয়সটা হয়তো ছিল কার্টুন দেখার ৷ তবে জীবনের কঠিন বাস্তব তাঁকে সেই বিলাসিতা করার সুযোগ দেয়নি ৷ পড়াশোনা ও সংসার খরচ চালাতে নিজেকেই কার্টুন সাজতে হয়েছে তাঁকে ৷ এ জন্য শুনতে হয়েছে হাজারো কটূক্তি ৷ তবে সেটাকেই তিনি নিজের পেশা করে নিয়েছেন ৷ বর্তমানে তিনি কলেজ পড়ুয়া ৷ কার্টুন সেজে আজ তিনি স্বনির্ভর ৷ নিজের পড়াশোনা, মায়ের চিকিৎসা, সংসার - যাবতীয় খরচ আজ তাঁরই কাঁধে ৷ শুধু নিজে নয়, একটি দল তৈরি করে পাড়ার গরিব পড়ুয়াদেরও স্বনির্ভর করে তুলেছেন বছর কুড়ির এই তরুণ ৷
মেদিনীপুর সদরের খয়রুল্লা চকে মাকে নিয়ে বাস করেন সঞ্জু ৷ ভালো নাম সুপ্রভাত কর । খুব ছোট থাকতেই তাঁকে ও তাঁর মাকে ছেড়ে চলে গিয়েছেন বাবা ৷ মায়ের দুরারোগ্য ব্যাধি । সঞ্জু যখন অষ্টম শ্রেণিতে পড়ে, তখন থেকেই পড়ার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছিল ৷ সেই সময় পাড়ার এক কাকুর হাত ধরে সে চলে যায় বিয়ে বাড়িতে কার্টুন সাজতে । প্রথমদিন অনেক রাতে বাড়ি ফেরায় মায়ের কাছে বকুনি খেতে হয়েছিল ৷ তবে পকেটে আসে 150 টাকা ।
এরপর একেই পেশা হিসেবে বেছে নেন সঞ্জু ৷ পড়াশোনা করে সন্ধে হলেই তিনি বেরিয়ে যান বিয়েবাড়ি বা কোনও অনুষ্ঠান বাড়ি ৷ এ ছাড়াও বিভিন্ন মিছিল ও নানা অনুষ্ঠানেও কার্টুন সাজেন তিনি । কখনও মিকি মাউস, তো কখনও স্পাইডারম্যান । এই তীব্র গরমে কার্টুনের মোটা পোশাক পরে মানুষের মনোরঞ্জন করে চলেছেন সঞ্জু ।
এলাকার গরিব মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে 18 জনের একটি দল গঠন করেছেন তিনি ৷ যে পড়ুয়ারা পড়াশোনা ও সংসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে ৷ শুধু তাই নয়, এলাকার যাঁরা মাদকাসক্ত, ছোটবেলায় মোবাইল গেমিং-এর দাপটে যাঁদের শৈশব হারিয়ে যাচ্ছে, সেই পড়ুয়াদেরও নিজের দলে নিয়েছেন সঞ্জু ৷ সবাইকে নিয়ে তৈরি করেছেন তাঁর কার্টুন চরিত্রদের সংসার ৷