মেদিনীপুর, 15 মে : ঘূর্ণিঝড় অশনির কারণে পিছিয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলাসফর ৷ দুর্যোগ কেটে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নির্ধারিত সময়ের কয়েকদিন পরেই জঙ্গলমহলে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee to visit Jangalmahal) ৷ সূত্রের খবর, প্রশাসনিক বৈঠকে যোগ দিতে 17 মে জঙ্গলমহল যাবেন তিনি ৷ দলের এক কর্মী সম্মেলনেও যোগ দেওয়ার কথা তাঁর ৷
CM to Visit Jangalmahal : 17 মে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক ও জনসভা করবেন - 17 মে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী
18 মে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee to visit Jangalmahal) ৷
![CM to Visit Jangalmahal : 17 মে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক ও জনসভা করবেন mamata at jangalmahal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15295532-thumbnail-3x2-mamata.jpg)
আরও পড়ুন : শুভেন্দুর বিধায়ক কার্যালয়ে পুলিশ, মুখ্যসচিবকে তলব রাজ্যপালের
সূত্রের খবর, 17 মে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন মেদিনীপুরের সার্কিট হাউসে । সেখান থেকে দুপুর 3 টা নাগাদ জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি সদনে প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷ এই বৈঠকে উপস্থিত থাকার কথা জেলাশাসক, মহকুমাশাসক-সহ বিভিন্ন স্তরের আধিকারিকদের ৷ ওইদিন রাতে সার্কিট হাউসে রাত্রিবাস করে পরের দিন অর্থাৎ 18 ই মে তিনি জনসভা করবেন মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে । সার্কিট হাউস থেকে তিনি হেলিকপ্টারে করে বেলা বারোটা নাগাদ পৌঁছবেন এই মাঠে । তৃণমূলের বুথস্তরের কর্মীদের নিয়ে এই সভা করার কথা তাঁর ৷