পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CM Meeting in West Midnapore: জেলা সফরে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী ! 755 কোটির প্রকল্প ঘোষণা আগামিকাল - জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

রাত পোহালেই পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা (Administrative Meeting) ৷ তার আগের দিন বুধবার জঙ্গলমহলে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সার্কিট হাউসে নেতা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি ।

CM Meeting in West Midnapore
জেলা সফরে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী

By

Published : Feb 15, 2023, 9:15 PM IST

মেদিনীপুর, 15 ফেব্রুয়ারি: প্রশাসনিক বৈঠকের আগের দিনই জঙ্গলমহলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Meeting in West Midnapore ) । বুধবার তিনি মেদিনীপুর কলেজের মাঠে চপারে করে পৌঁছন । এরপরই তিনি বেরিয়ে যান সার্কিট হাউসে । সেখানে তিনি নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন । বৃহস্পতিবারের তিনি প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদান করবেন সুবিধাভোগীদের ।

প্রসঙ্গত, প্রায় আট মাস পর মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন পশ্চিম মেদিনীপুরে । সূত্র অনুযায়ী, 349 কোটি 51 লক্ষের প্রায় 45টি প্রকল্পের উদ্বোধন হবে এদিন । অন্যদিকে 405 কোটি 95 লক্ষের প্রায় 51টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী । সব মিলিয়ে প্রায় 755 কোটি 46 লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হতে পারে বলে সূত্রে খবর । ছাড়াও গ্রামীণ 30টি রাস্তা তৈরীর কাজের সূচনা হতে পারে মুখ্যমন্ত্রীর হাত ধরে । এরই সঙ্গে তিনি গতবারে এসে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার হাল-হকিকত খতিয়ে দেখবেন । তার মধ্যে উল্লেখযোগ্য ঘাটালের বীরসিংহপুর গ্রামের তোরণ, গেট ও রাস্তার কাজ ।

জেলা সফরে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রস্তুত মঞ্চ ও অস্থায়ী হেলিপ্যাড

উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী আগমন উপলক্ষে নিরাপত্তা ছিল আঁটোসাটো । শহরে শহরে সমস্ত প্রান্তে সকাল 9টা থেকে অটো, টোটো চলাচল প্রায় বন্ধ করা হয়েছিল । এছাড়াও মুখ্যমন্ত্রীর সফরকালীন রাস্তাও দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছিল সেই সকাল থেকেই । তবে মুখ্যমন্ত্রী গাড়ি চলাকালীন সাধারণ মানুষেরও প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । সূত্র অনুযায়ী, সার্কিট হাউসেই জেলার তৃণমূল নেতা, বিধায়ক সাংসদ এবং পৌর চেয়ারম্যান প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক সারবেন । বিশেষ করে পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠী-দ্বন্দ্ব মেটাতে মুখ্যমন্ত্রীর তৎপর হবেন বলেই সূত্র অনুযায়ী জানা যায় । ইতিমধ্যে খড়গপুর পৌরসভার চেয়ারম্যান নিয়োগ হয়নি সে বিষয়েও আলাপ-আলোচনা হবে ।

ABOUT THE AUTHOR

...view details