মেদিনীপুর, 15 ফেব্রুয়ারি: প্রশাসনিক বৈঠকের আগের দিনই জঙ্গলমহলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Meeting in West Midnapore ) । বুধবার তিনি মেদিনীপুর কলেজের মাঠে চপারে করে পৌঁছন । এরপরই তিনি বেরিয়ে যান সার্কিট হাউসে । সেখানে তিনি নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন । বৃহস্পতিবারের তিনি প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদান করবেন সুবিধাভোগীদের ।
প্রসঙ্গত, প্রায় আট মাস পর মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন পশ্চিম মেদিনীপুরে । সূত্র অনুযায়ী, 349 কোটি 51 লক্ষের প্রায় 45টি প্রকল্পের উদ্বোধন হবে এদিন । অন্যদিকে 405 কোটি 95 লক্ষের প্রায় 51টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী । সব মিলিয়ে প্রায় 755 কোটি 46 লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হতে পারে বলে সূত্রে খবর । ছাড়াও গ্রামীণ 30টি রাস্তা তৈরীর কাজের সূচনা হতে পারে মুখ্যমন্ত্রীর হাত ধরে । এরই সঙ্গে তিনি গতবারে এসে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার হাল-হকিকত খতিয়ে দেখবেন । তার মধ্যে উল্লেখযোগ্য ঘাটালের বীরসিংহপুর গ্রামের তোরণ, গেট ও রাস্তার কাজ ।