খড়গপুর, 13 সেপ্টেম্বর: মন্ত্রী ও বিধায়কের মধ্যেকার দূরত্ব কমাতে এগিয়ে এলেন খোদ মুখ্যমন্ত্রী ৷ বিমুখ মন্ত্রী ও বিধায়ককে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে ভাব করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) ৷ বিধায়কের নাম জুন মালিয়া ও মন্ত্রীর নাম শ্রীকান্ত মাহাতো (June Malia and Srikanta Mahata) ৷
সম্প্রতি ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী তথা শালবনির বিধায়ক মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর এক ভিডিয়ো ভাইরাল হয় । সেই ভিডিয়োতে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘জুন, সায়নী, সায়ন্তিকা, মিমি-জিমি, নুসরতরা-ফুসরতরা লুটেপুটে খাচ্ছে । এঁরা যদি সম্পদ হয়, তাহলে তো আর পার্টি করা যাবে না ।" একইসঙ্গে তিনি নিশানা করেন উত্তরা সিং, নেপাল সিং, সন্দীপ সিংয়ের মতো জেলা তৃণমূল নেতৃত্বকেও । এরপরেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শালবনির বিধায়ককে শো-কজ করেছিল দলের জেলা নেতৃত্ব (controversial comment of Srikanta Mahata) ।
এরপর দলের কাছে অবশ্য ক্ষমা চেয়ে নেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো । কিন্তু তৃণমূল সূত্রে খবর, এরপরেও ভিতরে ভিতরে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া (Medinipur MLA June Malia) ও মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর মধ্যে একটা দূরত্ব ও ক্ষোভের আবহ থেকে গিয়েছিল (distance between June Malia and Srikanta Mahata) ৷ জেলার বিভিন্ন বৈঠক ও সভাতেও পাশাপাশি দেখা যায়নি তাঁদের ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর সৌজন্যে সেই ক্ষোভের অবসান হল মঙ্গলবার ।