মেদিনীপুর, 16 ফেব্রুয়ারি: সাধারণ গ্রামবাসীদের জীবনটাকে অনলাইন করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু প্রান্তিক মানুষ কীভাবে অনলাইন প্রক্রিয়ায় অভ্যস্ত হবে ? একশো দিনের টাকা না-দেওয়া নিয়ে কেন্দ্রকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েত নির্বাচনের সময় এগিয়ে আসছে ৷ ততই ঘন ঘন জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ আজ পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর কলেজ মাঠে সকাল 11টায় জনসভা থেকে তিনি একগুচ্ছ প্রকল্প, সড়ক নির্মাণের কথা ঘোষণা করলেন ৷ পাশাপাশি বাদ গেল না কেন্দ্রের বঞ্চনার কথাও ৷ দুপুর 1টায় পুরুলিয়ায় জনসভা রয়েছে তাঁর ৷
জনসভার প্রথম সারিতে পড়ুয়ারা ভিড় করেছিল ৷ তাঁকে দেখতে, তাঁর কথা শুনতে বহু মানুষের জমায়েত হয় সেখানে ৷ গতকাল রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির পাশপাশি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন ঘোষণা করেছে সরকার ৷ এদিন মঞ্চ থেকে জানালেন, ষাট বছরের বেশি বয়সি মহিলাদের কোনও চিন্তা করতে হবে না ৷ রাজ্য সরকার বিনামূল্য খাবার দিচ্ছে, স্বাস্থ্য নিয়েও চিন্তা করতে হবে না, এবার মায়েদের কারও কাছে পকেটমানি চাইতে হবে না ৷ এমনকী ছেলেমেয়েদের জীবনও সরকারের একগুচ্ছ প্রকল্পে সুরক্ষিত ৷ এরপরই উঠে আসে একশো দিনের প্রকল্পের বকেয়া টাকার কথা ৷
গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষদের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে চালু হয়েছিল একশো দিনের প্রকল্প ৷ কেন্দ্রীয় সরকার সেই টাকা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করার কথা জানিয়েছে ৷ কিন্তু সেই বরাদ্দকৃত টাকা না-দেওয়া নিয়ে বারে বারেই কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার সকালেও তার অন্যথা হল না ৷ কেন্দ্রের অনলাইন প্রক্রিয়াকরণ নিয়ে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো ৷ এদিন তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দিচ্ছে না ৷ বলছে গ্রামবাসীদের আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করাতে হবে ৷ সব অনলাইন ! জীবনটাই অনলাইন করে দিচ্ছে ৷ কিন্তু গ্রামের লোকেরা কীভবে অনলাইনে লিঙ্ক করবে ? কেন্দ্র জানে ? কত ব্লকে, কত গ্রামে ব্যাংক নেই, সেটা জানে ? এটা চিন্তা করে দেখবে না বিজেপি সরকার ৷" কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতার আরও অভিযোগ, একশো দিনের টাকা ছাড়া অন্য আরও ক্ষেত্রগুলিতে মোদি সরকারের কাছ থেকে টাকা পাচ্ছে না রাজ্য সরকার ৷ জিএসটি প্রসঙ্গেও তোপ দাগেন মমতা ৷