মেদিনীপুর, 16 ফেব্রুয়ারি: ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal master plan) নিয়ে ফের কেন্দ্রেীয় সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) । তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার কিছুতেই ক্লিয়ারেন্স দিচ্ছে না ৷ ক্লিয়ারেন্সের অভাবে থমকে গিয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ ।" বৃহস্পতিবার মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই প্রশাসনিক সভা থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তাঁর এই অভিযোগ ৷
প্রসঙ্গত, দু'দিনের সফরে জঙ্গলমহল মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথম দিন বিকেলে চপারে করে মেদিনীপুরে কলিজিয়েট মাঠে পৌঁছন । এরপর তিনি সন্ধ্যাবেলায় সার্কিট হাউসে দলের নেতা থেকে শুরু করে বিধায়ক ,সাংসদ এবং মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক সারেন । এরপরই বৃহস্পতিবার এগারোটা নাগাদ মমতা মেদিনীপুর কলেজিয়েট মাঠের সভা মঞ্চে উপস্থিত হন । সেই মঞ্চ থেকে এ দিন তিনি প্রায় 800 কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেন । যেখানে ছিল কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রীর সঙ্গে লক্ষীর ভাণ্ডারের ঘোষণা ৷ তবে এ দিন বাড়তি পাওনা হিসেবে 60 বছর অতিক্রম করার পর লক্ষীর ভাণ্ডার প্রাপকদের বার্ধক্য ভাতা দেওয়ার কথা তিনি ঘোষণা করেন । আর এই বক্তব্য রাখতে গিয়ে তিনি আবার কেন্দ্রকে তোপ দাগলেন ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়া নিয়ে ।