পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee : রাজ্যে বন্যা ম্যান-মেড, বললেন মুখ্যমন্ত্রী - ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের বন্যা (Ghatal Flood) ম্যান-মেড ৷ মঙ্গলবার পরিদর্শনে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এদিন তিনি হাওড়ার দুর্গত এলাকা পরিদর্শনে আসেন ৷ সেখানেই এই মন্তব্য করেছেন ৷

ঘাটালের বন্যা ম্যান-মেড, বললেন মুখ্যমন্ত্রী
ঘাটালের বন্যা ম্যান-মেড, বললেন মুখ্যমন্ত্রী

By

Published : Aug 4, 2021, 4:23 PM IST

Updated : Aug 4, 2021, 5:36 PM IST

হাওড়া, 4 অগস্ট : রাজ্যের বন্যা (Ghatal Flood) ম্যান-মেড ৷ বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের সতর্ক হয়ে ডিভিসির খাল সংস্কার করা উচিত ৷" মঙ্গলবার মুখ্যমন্ত্রী হাওড়ায় আসেন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ৷

রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে দুষে মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের সতর্ক হয়ে ডিভিসির খাল সংস্কার করা উচিত ৷ আমি খানাকুল যাচ্ছিলাম ৷ যেতে পারলাম না ৷ পরে শুকিয়ে গেলে নিশ্চয়ই যাব ৷ আমি প্রশাসন এবং অন্যদের অনুরোধ করব, জল যেভাবে বাড়ছে তাতে একটু আগে থেকে লোককে উদ্ধার করতে হবে ৷ আরও একটু দূর থেকে মানুষকে উদ্ধার করতে হবে ৷ কারণ জীবনটা আগে ৷"

বুধবার হাওড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী ৷

মঙ্গলবার মুখ্যমন্ত্রী রাজ্যের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বের হন ৷ হাওড়ার বন্যা দুর্গত এলাকায় আসেন তিনি ৷ এদিন তাঁর খানাকুলেও যাওয়ার কথা ছিল ৷ তবে টানা বৃষ্টিতে পরিস্থিতি বিগড়ে যাওয়ায় খানাকুলে পরিদর্শন তাঁকে বাতিল করতে হয় ৷ তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তিনি সেখানে যাবেন বলে কথা দেন ৷ পাশাপাশি এখন তো বটেই, বন্যা পরবর্তী পরিস্থিতিতেও নিয়ম মতো সরকারি সাহায্য দুর্গতরা পাবেন বলে এদিন জানান মমতা ৷

আরও পড়ুন : Mamata Banerjee : হাঁটু জলে দাঁড়িয়ে বন্যা কবলিত মানুষের খোঁজ নিলেন মমতা

Last Updated : Aug 4, 2021, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details