হাওড়া, 4 অগস্ট : রাজ্যের বন্যা (Ghatal Flood) ম্যান-মেড ৷ বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের সতর্ক হয়ে ডিভিসির খাল সংস্কার করা উচিত ৷" মঙ্গলবার মুখ্যমন্ত্রী হাওড়ায় আসেন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ৷
রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে দুষে মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের সতর্ক হয়ে ডিভিসির খাল সংস্কার করা উচিত ৷ আমি খানাকুল যাচ্ছিলাম ৷ যেতে পারলাম না ৷ পরে শুকিয়ে গেলে নিশ্চয়ই যাব ৷ আমি প্রশাসন এবং অন্যদের অনুরোধ করব, জল যেভাবে বাড়ছে তাতে একটু আগে থেকে লোককে উদ্ধার করতে হবে ৷ আরও একটু দূর থেকে মানুষকে উদ্ধার করতে হবে ৷ কারণ জীবনটা আগে ৷"