ঘাটাল, 23 জুন: জীবিত মানুষের নামে ওয়ারিশন সার্টিফিকেট দিচ্ছেন পৌরসভার ক্লার্ক ৷ যাতে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঘাটালের খড়ার পৌরসভায় । যদিও এই ঘটনায় বিরোধীরা কটাক্ষ করেছে এবং আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে । তবে এই বিষয়ে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে খড়ার পৌরসভা এবং শাসকদল ৷ তাঁরা আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেওয়া হবে ।
পৌরসভার কাছে 'মৃত' ব্যক্তির মা জানিয়েছেন, তাঁর ছেলে মহারাষ্ট্রে কাজ করেন ৷ দিনকয়েক আগেই কালীপুজোয় বাড়ি এসেছিলেন ৷ আর সেই জীবিত ব্যক্তিরই ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করেছেন পৌরসভার ক্লার্ক ৷ সেই সার্টিফিকেটের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই কাঠগড়ায় খড়ার পৌরসভা । সম্প্রতি এই পৌরসভার 4 নং ওয়ার্ডের বাসিন্দা শান্তনু মণ্ডল নামে এক ব্যক্তি জীবিত থাকা অবস্থাতেই তাঁর নামে ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু করেন খড়ার পৌরসভার ক্লার্ক অভিজিৎ ঘোষ । রীতিমতো ক্লার্কের স্ট্যাম্প সাঁটিয়ে তার নাম দিয়ে সই করে ইস্যু করা হয় এই সার্টিফিকেট । এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
এই বিষয়ে খড়ার পৌরসভার 8 নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ফাল্গুনী মিশ্রের অভিযোগ, "পৌরসভার ক্লার্ক হয়ে কীভাবে নিজের নামে সই করে পৌরসভার প্যাডে পৌরসভার স্ট্যাম্প ব্যবহার করে একজন জীবিত ব্যক্তির নামে ওয়ারিশন সার্টিফিকেট দিতে পারেন ? এটা উনি করতে পারেন না ৷ এটা আইনত দণ্ডনীয় অপরাধ । চেয়ারম্যানের সঙ্গে এই বিষয় নিয়ে দেখা করে জানতে চেয়েছিলাম আমরা ৷ বলেছি ওই ক্লার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । নয়তো ভারতীয় জনতা পার্টি আইনত ব্যবস্থা নেবে ।"