চন্দ্রকোণা 24 মে : অন্য গ্রামের করোনায় মৃতদের সৎকার করা চলবে না ৷ এই দাবি তুলে পুলিশের সঙ্গে তুমুল বচসা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় । যদিও শেষ পর্যন্ত দাহ করতে সক্ষম হয় পুলিশ । গ্রামবাসীদের দাবি, দাহ করার পর এলাকায় স্যানিটাইজ করতে হবে ।
মৃতদেহ পোড়ানোকে কেন্দ্র করে ধুন্ধুমার চন্দ্রকোণা পৌরসভার 7 নং ওয়ার্ডের গোপালপুর কাঁটাবন এলাকা । সোমবার চন্দ্রকোণা থানার পুলিশ করোনায় মৃতের দেহ সৎকারের জন্য গোপালপুর কাঁটাবন এলাকার শ্মশানে নিয়ে যায় । জানতে পেরে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে প্রবল আপত্তি জানান ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা । গ্রামবাসীদের অভিযোগ, কাউকে কিছু না জানিয়ে পুলিশ অন্য গ্রামের মৃতদেহ দাহ করতে নিয়ে এসেছে । গ্রামে দাহ করা হলে সংক্রমণ ছড়াবে বলে আশঙ্কা স্থানীয়দের ।