দাঁতন, 27 জুলাই: দাঁতনের কুঞ্জবাঘড়া গ্রামে দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ ৷ জখম এক BJP কর্মী ৷ নাম বাসুদেব মহাপাত্র ৷
দাঁতনে পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ - wounded
দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ দাঁতনে৷ গুরুতর জখম এক BJP কর্মী ৷
আক্রান্ত BJP কর্মী বাসুদেব মহাপাত্র
গতকাল দাঁতনে ভারতী ঘোষের সভার পর থেকেই ঝামেলার সূত্রপাত ৷ এই সভার পরই সেখানে মিছিল বের করে তৃণমূল ৷ অভিযোগ, সেই মিছিল থেকেই ছেঁড়া হয় BJP-র পতাকা ৷ এই ঘটনার প্রতিবাদ করলে বাসুদেব মহাপাত্রসহ BJP কর্মীদের উপর প্রায় 10-15 জন তৃণমূল কর্মী লাঠি ও বাঁশ নিয়ে চড়াও হয় ৷ গুরুতর জখম হন বাসুদেব মহাপাত্র৷
আরও পড়ুন : রামনাম শুনলে পেত্নিও পালায় : রাহুল
জখম অবস্থায় ওই BJP কর্মীকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷