চোর চোর বলার মুহূর্তে দিলীপ ঘোষ নারায়ণগড়, 12 জুন: বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে দেখে ক্যাম্প থেকে চোর চোর স্লোগান দিলেন তৃণমূল নেতা-কর্মীরা ৷ সোমবার এহেন ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ৷ যদিও পালটা দিলীপ ঘোষ জানিয়েছেন, নির্বাচন কমিশনের কোনও নিয়মনীতি মানছে না শাসকদল । আর তাই এক কিলোমিটার তো দূরের কথা 100 মিটারের মধ্যেই হাজার লোক বসেই এই ধরনের নোংরা রাজনীতি করছে ।
সপ্তাহের প্রথম দিন ও মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিন সোমবারে এই উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক অফিসের সামনে । বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ নারায়ণগড় ব্লক অফিস চত্বরে এসে পৌঁছতেই তৃণমূলের ক্যাম্প থেকে উঠল চোর চোর স্লোগান । পালটা দিলীপ ঘোষ হাত নাড়িয়ে অভিবাদন জানালেন ক্যাম্পে জমায়েত করা তৃণমূল কংগ্রেস কর্মীদের । বললেন, "ওরা নিজেরা চোর তো তাই সবাইকেই চোর বলছে ৷"
মূলত ব্লক অফিস চত্বরের এক কিলোমিটারের মধ্যে 144 ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন । কিন্তু ব্লক অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে তৃণমূলের ক্যাম্প করা হয়েছে । যা নিয়ে এদিন অভিযোগ তোলেন দিলীপ ঘোষ । এদিন বিভিন্ন ব্লক অফিসে গিয়ে মনোনয়ন জমা দেওয়ার কাজ কেমন হচ্ছে তা দেখতে উপস্থিত হয়েছিলেন তিনি ৷ বিষয়টি নিয়ে কর্মীদের সঙ্গে কথাও বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ।
আরও পড়ুন:পঞ্চায়েতে লড়াই হবে চোখে চোখ রেখে, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর
তবে এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, "আমরা প্রথম থেকেই নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছিলাম যে 144 ধারা মানবে না শাসকদল ৷ এই 144 ধারা কেবলমাত্র বিরোধীদের বাধা দেওয়ার জন্যই তৈরি করেছে কমিশন । এই অভিযোগই সত্যি হল । আজ আমি খবর পেয়েছিলাম এখানে নাকি তৃণমূলের ক্যাম্প রয়েছে বিডিও অফিসের 100 মিটারের মধ্যে ।তাই দেখতে এসেছিলাম এবং এসে দেখি এক কিলোমিটার মধ্যে যেখানে 144 ধারা জারি রয়েছে ৷ যেখানে কোনও জমায়েত হওয়া চলবে না সেখানে শাসকদলের হাজার হাজার কর্মীরা ত্রিপল খাটিয়ে তাঁবু খাটিয়ে খাওয়া দাওয়া করছে । এটা নিয়ে কমিশনে অভিযোগ জানাব ৷"