পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMCP Meeting in Midnapore: তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল বৈঠকে চোর চোর স্লোগান, অস্বস্তিতে শাসকদল - তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

তৃণমূল ছাত্র পরিষদের জরুরি বৈঠক চলাকালীন উঠল চোর চোর স্লোগান ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চোর স্লোগানকে ঘিরে অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল ৷ বৈঠকের মাঝেই হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় ৷

TMCP virtual Meeting
তৃণমূল ছাত্র পরিষদ

By

Published : May 7, 2023, 9:02 PM IST

তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল বৈঠকে চোর চোর স্লোগান

মেদিনীপুর, 7 মে:রাজ্যের নির্দেশ মতো বৃহস্পতিবার সন্ধেয় চলছিল তৃণমূল ছাত্র পরিষদের জরুরি বৈঠক । সেই ভার্চুয়াল বৈঠক চলাকালীনই উঠল চোর স্লোগান ৷ এক মহিলা স্লোগান দিয়ে উঠলেন 'চোর চোর চোরটা অভিষেকের পিসিটা' । আর তাতেই জরুরি বৈঠকেই অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল ছাত্র পরিষদ। তাড়াহুড়ো করে এই মন্তব্য যিনি করেছেন তাঁকে খুঁজে বার করা হয় । বৈঠক থেকে তাঁকে বের করে দেওয়াও হয় ৷ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ভার্চুয়ালি এই বৈঠকে ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, জেলা সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য । আর সেখানেই তৃণমূল বিরোধী এই স্লোগান ওঠে । যার জেরে হুলস্থুল পড়ে যায় বৈঠকে ।

এমন স্লোগানে হতবাক হন বৈঠকে থাকা সংগঠনের রাজ্য এবং জেলা নেতৃত্ব। এই ঘটনায় বৈঠক ভণ্ডুল হতে বসেছিল। এই অসভ্যতা কে করল, মিটিংয়ের লিংক কে তৈরি করেছে, কে ভুলভাল লোকেদের লিংক দিয়েছে, এমনই মন্তব্য আসতে থাকে বৈঠকে। এরপরই পরিস্থিতি দেখে নেতৃত্ব আশ্বস্ত করেন ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ আর যাকে তাকে বৈঠকের লিংক দেওয়া হবে না বলেও তাঁরা জানান । লিংক দেওয়ার আগে নামের তালিকা তৈরি করা হবে বলে জানানো হয় ।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষের দিকে পশ্চিম মেদিনীপুরে আসার কথা রয়েছে তাঁর । তারই প্রস্তুতি হিসাবে টিএমসিপির বৈঠক চলছিল বৃহস্পতিবার । মূলত মেদিনীপুরের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়েছিলেন যে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক, শহর, কলেজ ইউনিট প্রভৃতির সদস্যদের নিয়ে ভার্চুয়াল বৈঠক হবে । সেই মতো সন্ধে নাগাদ মিটিংয়ের লিংক দেওয়া হয় ৷ বৃহস্পতিবার সন্ধেয় নির্ধারিত সময়ে ওই ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছিল । গোলযোগ বাঁধে বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই । দলবিরোধী ওই স্লোগান ঘিরে । যদিও এই স্লোগান নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ কিছু বলতে নারাজ ।

ভার্চুয়াল বৈঠকে দলবিরোধী স্লোগান কেন? এই নিয়ে জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "যিনি ছাত্র পরিষদের সভাপতি হয়েছেন তিনি একদমই নতুন। কারা এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবে, আর কারা দেবে না, তা তিনি জানেন না । তাই তিনি না-জেনেই অনেকের কাছে লিংক পাঠিয়েছেন ৷ আর তার জন্য এই ঘটনা ঘটেছে । যারা এই বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি করেছে তাদের চিহ্নিত করা হয়েছে । আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ।" যদিও তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য বলেন, "ভার্চুয়াল বৈঠক চলাকালীন কিছু অবাঞ্ছিত ছেলেমেয়ে ঢুকে পড়েছিল । যার জন্য এই সমস্যা । তবে আগামিদিনে আমরা এই নিয়ে কঠোর ব্যবস্থা নেব ।"

আরও পড়ুন:ডিএ' আন্দোলনের একশো দিন, অভিষেকের বাড়ির সামনে মিছিল পৌঁছতেই উড়ে এল 'চোর চোর ...' স্লোগান

ABOUT THE AUTHOR

...view details