ঘাটাল, 22 ডিসেম্বর : ঘাটাল শহরজুড়ে চিনা মাঞ্জা ব্যবহার করে কিশোরদের হাতে দেদার উড়ছে ঘুড়ি । সেই চিনা মাঞ্জার সুতো জড়িয়ে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন পথচলতি মানুষ । বিভিন্ন দোকান থেকে দেদার বিক্রি হচ্ছে এই নিষিদ্ধ চিনা মাঞ্জা ৷ ফলে প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন । চিন্তা বাড়াচ্ছে এই চিনা মাঞ্জা (Chinese manja in Ghatal)৷
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ড । ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়কের উপর এই বাসস্ট্যান্ড । বুধবার সেখানে গিয়ে দেখা গেল এই এলাকার বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে চিনা মাঞ্জা, তা দিয়ে দেদার ঘুড়ি ওড়াচ্ছে কচিকাঁচারা । পাশের মাঠেই চিনা মাঞ্জার সুতো ব্যবহার করে ঘুড়ি উড়াতে দেখা গিয়েছে বেশকিছু কচিকাঁচাদের । সেই মাঞ্জার সুতো পথচলতি মানুষদের শরীরে জড়িয়ে যাচ্ছে । আর ফলেই ঘটছে বিপত্তি ৷ ব্যস্ত এলাকায় বহু মানুষের যাতায়াত ৷ ফলে আশঙ্কা, এই সুতো জড়িয়ে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে ৷