অঙ্গনওয়াড়ির বেহাল দশায় ক্ষোভ অভিভাবকদের দাসপুর, 3 মে: অ্যাসবেসটসের চাল ভেঙে ঝুলছে ৷ তার নীচেই হচ্ছে রান্না, তাও আবার শিশুদের জন্য ৷ এমনই দুর্দশা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৷ ঝুঁকিপূর্ণ অবস্থায় দিনের পর দিন ধরে শিশুদের জন্য মিড-ডে মিলের রান্না হয় ৷ বসার জায়গা না-থাকায় গ্রামের আটচালায় চলে শিশুদের পড়াশোনা ৷ নেই বিদ্যুৎ সংযোগ, পানীয় জলের ব্যবস্থা, এমন বেহাল অবস্থা দাসপুরের 34 নং বিষ্ণুপুর তালন্দিমা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৷ অভিযোগ জানালেও হুঁশ নেই প্রশাসনের ৷ ক্ষোভ গ্রামবাসীদের ৷
পশ্চিম মেদিনীপুরের দাসপুর-2 নম্বর ব্লকের সাহাচক গ্রাম পঞ্চায়েতের 34 নং বিষ্ণুপুর তালন্দিমা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমন বেহাল অবস্থায় আতঙ্কিত শিশুদের অভিভাবকরা ৷ জানা গিয়েছে, এই কেন্দ্রটিতে গর্ভবতী মহিলা ও শিশু মিলিয়ে মোট 122 জনের জন্য রান্না হয় ৷ এদের মধ্যে গর্ভবতী মহিলা 22 জন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করে 100 জন শিশু ৷
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এমন অবস্থায় পড়ে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। কেন্দ্রটির ভবনটি পাকা হলেও তার দুয়ারে চালার ছাউনি অ্যাসবেসটসের ৷ ভাঙাচোরা সেই দুয়ারের ছাউনির একাংশ ভেঙে ঝুলছে, চারিদিক কাঠের ঝিটে বেড়া দিয়ে ঘেরা ৷ তার নীচে কোনওরকমে চলছে মিড-ডে মিলের রান্না ৷ যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে ৷
শিশুদের খাবারে যে কোনওরকম পোকামাকড় পড়বে না, তার কোনও নিশ্চয়তা নেই ৷ আর কেন্দ্রের এহেন বেহালদশার কারণে ওই ভবনের ভিতরে শিশুদের বসানোর ঝুঁকি নিতে সাহস পায়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়করা ৷ তাই বাধ্য হয়ে গ্রামের একটি আটচালায় কম্বল পেতে চলে শিশুদের পড়াশোনা ৷ বিদ্যুৎ সংযোগ থেকে পানীয় জলের কোন ব্যবস্থা নেই সেখানে ৷ মিড-ডে মিল রান্নার জন্য দূর থেকে পানীয় জল বয়ে এনে রান্না করতে হয় ৷
অভিযোগ জানালেও প্রশাসনের কোনও হুঁশ নেই বলে অভিযোগ অভিভাবক থেকে এলাকাবাসীর ৷ দ্রুত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে পদক্ষেপ করুক প্রশাসন, চাইছেন অভিভাবকরা ৷ তবে এ নিয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকা ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ থাকায় কোনও প্রতিক্রিয়া দেওয়া যাবে না, এমনটাই জানিয়েছেন তাঁরা ৷
এ বিষয়ে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য কার্তিক মণ্ডলের দাবি, আগে এই কেন্দ্রটির চারিদিকে জঙ্গল ঘেরা ছিল ৷ তিনি এসে মেরামতির কাজ করিয়েছেন ৷ তবে আবারও একটি তালিকা জেলায় পাঠানো হয়েছে ৷ সরকারি টাকা আসতে দেরি হচ্ছে ৷ অর্থ পেলেই পানীয় জল থেকে বেশ কিছু পরিকাঠামো উন্নয়নের কাজ করা হবে বলে আশ্বস্ত করেছেন পঞ্চায়েত সদস্য ।
আরও পড়ুন: দোকান চালাতে সমস্যা, তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর গুঁড়িয়ে দিলেন মালিক