শিশুর অসুস্থতায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘাটাল, 18 জানুয়ারি: চিকিৎসায় গাফিলতির অভিযোগে অসুস্থ 7 বছরের এক শিশু ৷ অভিযোগ প্রেসক্রিপশনে লেখা ওষুধের বদলে, হাসপাতালের আউটডোর থেকে অন্য ওষুধ দেওয়া হয়েছে ৷ আর সেই ভুল ওষুধ খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 7 বছরে ওই শিশু ৷ ঘটনাটি ঘটেছে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতালে (Ghatal Sub-Divisional Hospital Incident) ৷
অভিযোগ উঠেছে এই খবর করতে গিয়ে হাসপাতালের এক অস্থায়ী কর্মীর হাতে হেনস্থা হতে হয়েছে, সংবাদ মাধ্যমের এক কর্মীকে ৷ ওই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে ৷ পরে হাসপাতালের সুপারের হস্তক্ষেপে মোবাইল ফিরে পান ওই সাংবাদিক ৷ ঘাটাল পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ রবিয়াল আলির সাত বছরের ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমার আউটডোরে ৷ সেখানে চিকিৎসক প্রেসক্রিপশনে একটি ওষুধের নাম লিখে দিয়েছিলেন ৷ অভিযোগ, হাসপাতালের আউটডোরের ওষুধের দোকান থেকে ভুল ওষুধ দেওয়া হয় ৷
বাড়ি ফিরে রাতেই সাত বছরের ওই শিশুকে ওষুধ খাওয়ানো হয় ৷ কিন্তু, তার কিছুক্ষণ পরেই সে অসুস্থ হয়ে পড়ে ৷ তড়িঘড়ি মঙ্গলবার রাতে তাকে ভর্তি করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে ৷ তারপরে শিশুর পরিবার জানতে পারে, হাসপাতালের আউটডোরে চিকিৎসকের প্রেসক্রিপশনে লেখা রয়েছে কৃমির ওষুধ ৷ কিন্তু, আউটডোরের মেডিসিন বিভাগ থেকে তাদের পেইন কিলার দেওয়া হয়েছিল ৷ এই ঘটনা জানাজানি হতেই, বুধবার সকাল থেকে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই শিশুর পরিবারের সদস্যরা ৷
আরও পড়ুন:চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু দুর্ঘটনাগ্রস্ত যুবকের, হাসপাতালে এসে নালিশ অগ্নিমিত্রার
ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে তাঁরা চিকিৎসায় গাফিলতির অভিযোগে ঘাটাল মহকুমা হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন ৷ এমনকি হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে অসুস্থ শিশুর পরিবারের সদস্যের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগও করা হয়েছে ৷ এ বিষয়ে ঘাটাল হাসপাতালের সুপার সুব্রত দে বলেন, ‘‘শিশুটি সুস্থ রয়েছে ৷ একটা অভিযোগ পেয়েছি ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷’’ সংবাদমাধ্যমের কর্মীর ক্যামেরা কেড়ে নেওয়ার ঘটনায়, হাসপাতালের ওই কর্মীকে ডেকে তীব্র ভর্ৎসনা করেছেন বলে জানান সুপার ৷