ঘাটাল, 28 ডিসেম্বর : কুড়ি দিনের ছোট্টো শিশুকে ফেলে যাচ্ছিল ডাস্টবিনে । আর তাই দেখেই এক যুবক ও তাঁর বান্ধবীকে ধরে ফেলে এলাকাবাসী । ঘটনাটি ঘটেছে ঘাটালের বিবেকানন্দ মোড়ের কাছে ।
ঘড়ির কাঁটা তখন চারটে পেরিয়ে গেছে । দিনের আলো অনেকটাই কমে এসেছে । ঘাটালের বিবেকানন্দ মোড়ের কাছে রাস্তাটায় লোকজনও কম ছিল । হঠাৎ বিবেকানন্দ মোড়ের ধারে জঞ্জালের স্তূপে এক যুবক ও তাঁর বান্ধবী যেন কি একটা ছুড়ে ফেলে দিল !
দিনের আলো কমে এলেও ঘটনাটি চোখে পড়ে কয়েকজনের । দু'জনের আচরণ, হাঁটা-চলাও স্বাভাবিক লাগছিল না । সন্দেহ হয় । দু'জনকে দাঁড় করিয়ে প্রশ্ন করেন স্থানীয়রা । চেপে ধরতেই যেটা জানা গেল, তাতে যে কোনও শক্তপোক্ত হৃদয়ের মানুষেরও বুক কেঁপে উঠবে । মাত্র কুড়ি দিনের ছোট্টো শিশুকে রাস্তার পাশে আবর্জনার স্তূপে ফেলে পালাচ্ছিল তারা ।