চন্দ্রকোনা, ২৬ ফেব্রুয়ারি : চন্দ্রকোনা রোডের ডাবচায় গতকাল সন্ধেয় একটি হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে। গোটা এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। এর জেরে অসুস্থ হয়ে পড়ে এক শিশু। এলাকায় আতঙ্ক ছড়ায়।
এলাকায় হঠাৎ গ্যাসের গন্ধ, অসুস্থ শিশু
চন্দ্রকোনা রোডের ডাবচায় গতকাল সন্ধেয় একটি হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে। এলাকায় আতঙ্ক ছড়ায়।
গতরাত ৮টা নাগাদ স্থানীয় একটি হিমঘরের থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে। স্থানীয় লোকজন পুলিশ ও দমকলে খবর দেয়। ঘটনাস্থানে মেদিনীপুর থেকে দমকল আসে। স্থানীয় বাসিন্দা অরিন্দম সিংহ রায় বলেন, "গ্যাস লিকে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে। শরীরের বিভিন্ন অংশে ব়্যাশ বেরিয়েছে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেছিলাম।"
দমকলের স্থানীয় আধিকারিক চিন্ময় বকশি বলেন, "অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্কের একটি ভালভে লিকেজ হয়েছিল। সেখান থেকে গ্যাস লিক করে। আমরা ভালভটিকে বন্ধ করে দিয়েছি। এখন এলাকা বিপন্মুমুক্ত। কীভাবে ভালভ লিক হল, তা খতিয়ে দেখছে পুলিশ।"