মেদিনীপুর, 15 জুন : সাগর দত্তের পর এবার মেদিনীপুর মেডিকেল কলেজ । ফের প্রকাশ্যে শিশু মৃত্যুর ঘটনা । পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতি- বিক্ষোভ-অবরোধের জেরেই মৃত্যু হয়েছে শিশুটির ।
সাগর দত্তের পর এবার মেদিনীপুর মেডিকেল কলেজ, ফের প্রকাশ্যে শিশু মৃত্যু - doctors' protest
মেদিনীপুর মেডিকেল কলেজে মৃত শিশু । ঘটনাটি ঘিরে উত্তেজনা হাসপাতাল চত্বরে ।
![সাগর দত্তের পর এবার মেদিনীপুর মেডিকেল কলেজ, ফের প্রকাশ্যে শিশু মৃত্যু](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3566067-thumbnail-3x2-md.jpg)
ঘটনাস্থানের ছবি
শিশুটির মৃত্যুর পরই হাসপাতালে চত্বরে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন । শিশুটির দেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ শুরু হয় তাঁদের । বিক্ষোভে যোগ দেন স্থানীয়রা । বিক্ষোভকারীদের দাবি কর্মবিরতির জেরে এর আগেও বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে ।