পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Child Birth in Train: চলন্ত ট্রেনে সন্তান প্রসব মহিলার, 'মানবিক' রেল পুলিশের সহায়তায় ঘরে ফিরল সুস্থ মা-শিশু - Child Birth in Train

বিহার থেকে খড়গপুর যাওয়ার পথে ট্রেনের মধ্যেই বাচ্চার জন্ম দিলেন এক মহিলা (Child Birth in Train) । যদিও পরবর্তীকালে রেল কর্মীরা উদ্যোগে তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Midnapore Medical College and Hospital) । এই প্রসূতি উদ্ধারের ঘটনায় খুশী রেল পুলিশ কর্মীরা ।

child born on moving train in Midnapore
child born on moving train in Midnapore

By

Published : Oct 16, 2022, 6:46 PM IST

মেদিনীপুর, 16 অক্টোবর: ফের মানবিক রূপ ধরা পড়ল রেলের ৷ শিশু ও মা-সহ পরিবারকে সুস্থ স্বাভাবিকভাবে পাঠানো হল হাসপাতালে । এতেই খুশির হাওয়া মেদিনীপুর জুড়ে ।

জানা গিয়েছে, বিহার থেকে খড়গপুর আসছিলেন ইট ভাটায় কাজ করা এক দম্পতি । শ্রমিক তাঁর স্ত্রী এবং এক বাচ্চাকে নিয়ে খড়গপুরে আত্মীয়ের বাড়িতে আসছিলেন । শ্রমিকের স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন ৷ আসার পথেই মহিলার ট্রেনের মধ্যে প্রসব যন্ত্রণা শুরু হয় । কিন্তু ট্রেনের মধ্যে প্রসবের ব্যবস্থা না থাকায়, অতঃপর চন্দ্রকোনাও শালবনির মধ্যস্থ ওই ট্রেনে থাকা শ্রমিক নিজেরাই কাপড় ঢেকে বাচ্চা প্রসব করান চলন্ত ট্রেনে (child born in a running train in Midnapore) ।

এরপর মেদিনীপুর স্টেশনে সেই ট্রেনটি এসে পৌঁছলে রেল কর্মীরা অতি তৎপরতার সঙ্গে এগিয়ে যান । বাচ্চা এবং তার মাকে উদ্ধার করে সযত্নে পাঠানো হয় হাসপাতালে (Midnapore Medical College and Hospital) । ঘটনায় খুশির হাওয়া রেল কর্মীদের মধ্যে । প্রসঙ্গত, মাসখানেক আগে এরকমই মেদিনীপুর রেল স্টেশনে চত্বরে একটি প্রসব করানো হয় ৷ তারপর মা আর শিশুকে সযত্নে বাড়ি ফিরিয়ে দেন রেল কর্মীরা ।

চলন্ত ট্রেনে শিশুর জন্ম মেদিনীপুরে

আরও পড়ুন: ছৌ নাচের মাধ্যমে বাজি না ফাটানোর আবেদন জেলা পুলিশের

এদিন রেল সুবেদার দীপক ঘোষ বলেন, "এই প্রসূতিকে আমরা ট্র্যাক করি এবং জানতে পারি তিনি একটি বাচ্চার সঙ্গে আসছিলেন বিহার থেকে খড়্গপুরে । কিন্তু চলন্ত ট্রেনে সুযোগ না-থাকায় তিনি প্রসব যন্ত্রণায় ছটফট করেন । পরে যন্ত্রণা বাড়লে চলন্ত ট্রেনেই প্রসব করেন তিনি । এরপর আমরা প্রস্তুত থাকি ৷ যখনই মেদিনীপুর স্টেশনে ট্রেন ঢোকে আমরা তাঁকে উদ্ধার করি ৷ সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে তাঁকে পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ।"

ABOUT THE AUTHOR

...view details