মেদিনীপুর, 7 জুন: ওড়িশার ট্রেন দুর্ঘটনায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে মেদিনীপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দেখতে মঙ্গলবার মেডিক্যাল কলেজ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে চিকিৎসা পরিষেবা দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী 100 বেডের ক্রিটিক্যাল ইউনিট চালির কথা ঘোষণা করলেন ৷ পাশাপাশি মাদার হাব ডেভলপমেন্ট ও ক্যানসার ব্লক সেন্টারর তৈরির কথাও উল্লেখ করেন ।
বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুরের সঙ্গে মালগাড়ির দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা করা এবং তাদের রাজ্যে ফেরানোর কাজ তৎপর হয়েছিল মেদিনীপুর জেলা প্রশাসন । সমস্ত আধিকারিকরা নির্দিষ্ট দলে ভাগ হয়ে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েছিলেন । পুলিশ সুপার ধৃতিমান সরকার, মেদিনীপুরের জেলাশাসক কুরেসী আলী কাদরী, জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সরঙ্গি-সহ নার্স ও চিকিৎসক এবং বিভিন্ন দফতরের কর্মীরা যুদ্ধ কালীন তৎপরতার সঙ্গে কাজ করছেন । এই কাজে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।