মেদিনীপুর, 10 সেপ্টেম্বর:সামনেই বাংলা ও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2022)। আর পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জেলা-সহ রাজ্যজুড়ে । পুজোর থিমে অভিনবত্ব এবং প্রতিমায় নতুনত্ব এনে দর্শকদের উপহার দেয় জেলা ও রাজ্যের পুজো মণ্ডপগুলি । এক্ষেত্রে পিছিয়ে থাকে না বনেদি ও পুরাতন পুজোগুলিও ।
এ বছর মেদিনীপুরের চমক দুবাইয়ের আদলে সোনায় মোড়া 'বুর্জ আল আরব' ৷ অর্থাৎ সোনালি রঙে রাঙিয়ে তোলা হবে মণ্ডপের বাইরের অংশটি ৷ যা দেখলে মনে হবে সোনায় মোড়া ৷ প্রায় 80 বছরের পুরানো ঐতিহ্যশালী ছোট বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর (Chhota Bazaar Sarbojonin Durgotsav Committee) এবারের থিম 'বুর্জ আল আরব' (Burj Al Arab) । যদিও এবারে ছোটবাজার দুর্গোৎসব কমিটির পুজোর থিম ছিল 'বুর্জ খালিফা' (Burj Khalifa) ৷ কিন্তু 100 ফুটের উপর বুর্জ খালিফা করার অনুমতি মেলেনি প্রশাসনের তরফে ৷ পরে সেই থিম পরিবর্তন করে দুবাইয়ের 'বুর্জ আল আরব' করা হয় ৷
প্রায় 20 লক্ষ টাকার বাজেটের তৈরি এই মণ্ডপ । ইতিমধ্যেই মণ্ডপের কাজ দ্রুত গতিতে সেরে ফেলছেন কমিটির লোকজন । পুজোর কটা দিন থাকছে নানান অনুষ্ঠান এবং প্রতিমাতেও থাকছে নতুনত্ব । দিনে এক ধরনের এই মণ্ডপ দেখা যাবে, রাতের সৌন্দর্য হবে আরেক ধরনের । এছাড়াও প্রতি ঘন্টা এবং সেকেন্ডে এই মণ্ডপের রূপ এবং রং পরিবর্তন হবে বলে জানা গিয়েছে । যা নজর কাড়বে পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলা-সহ রাজ্যের দর্শকদের বলে মনে করছেন পুজো উদোক্তারা ।