পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পশ্চিমবঙ্গ সমাজকল্যাণ পর্ষদের সরকার মনোনীত পদে ছত্রধর মাহাতর স্ত্রী - lalgarh

দুই ছেলের পর এবার সরকারি পদে বসলেন জঙ্গলমহলের জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতর স্ত্রী নিয়তি মাহাত l পশ্চিমবঙ্গ সমাজকল্যাণ পর্ষদের সরকার মনোনীত পদে নিযুক্ত হন তিনি l

ছবি
ছবি

By

Published : May 18, 2020, 1:44 PM IST

লালগড়, 18 মে : দুই ছেলের পর এবার সরকারি পদে বসলেন জঙ্গলমহলের জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতর স্ত্রী নিয়তি মাহাত l পশ্চিমবঙ্গ সমাজকল্যাণ পর্ষদের সরকার মনোনীত পদে নিযুক্ত হন তিনি l ফলে, নিয়তিদেবী নারী, শিশু ও সমাজকল্যাণের যে কোনও বিষয়ে নজরদারি চালাতে পারবেন l

ছত্রধর মাহাত পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির মুখপাত্র থেকেছেন। প্রায় 11 বছর জেল খাটার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্ত হয়ে লালগড়ের আমলিয়া গ্রামের বাড়িতে ফেরেন । বাড়ি ফিরে রাজনীতিতে এখনই যোগ না দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সাধারণ জীবনযাপনের পাশাপাশি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ছত্রধর l বর্তমানে ছত্রধরের বড় ছেলে ব্যাঙ্কে এবং ছোটো ছেলে শিক্ষা দপ্তরে চাকরি করছেন l এই অবস্থায় ছত্রধরের স্ত্রী নিয়তিদেবী পশ্চিমবঙ্গ সমাজকল্যাণ পর্ষদের সদস্যপদ পাওয়ায় রাজনৈতিক সমঝোতার অভিযোগ তুলেছেন একাংশ বিরোধী।



BJP-র ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপতি বলেন, " জঙ্গলমহলে তৃণমূল তার পায়ের তলায় মাটি হারিয়েছে l ছত্রধরকে কাজে লাগিয়ে এখন তা পুনরুদ্ধার করতে চাইছে । এক সময় যাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল, যিনি রাস্তা কেটে সরকারের সমস্ত কার্যকলাপে বাধা দিতেন, সেই ছত্রধর মাহাতকে এবং তাঁর স্ত্রীকে যেভাবে শাসকদল সংবর্ধনা দিয়েছে , পাশাপাশি এলাকায় ত্রাণ দিতে সাহায্য করেছে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে তৃণমূল পায়ের নিচের মাটি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে l তাই ছত্রধরের দুই ছেলেকে চাকরি ও তাঁর স্ত্রীকে সরকারি পদে নিযুক্ত করা হয়েছে l কিন্তু এইসব করে কিছু লাভ হবে না । "

অপরদিকে CPI(M) নেতা পুলিনবিহারী বাস্কে বলেন, " শাসকদলের সমস্ত কীর্তি মানুষ দেখছেন l মানুষই তার বিচার করবেন l যিনি একসময় রাস্তাঘাট কাটতেন তিনি শাসকদলের চাকরি করছেন l সবকিছু জঙ্গলের মানুষ দেখে বিচার করবেনl"

নিয়তিদেবী এই পদ পাওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমি খুব খুশি l আমি দায়িত্ব বুঝে নিয়ে মানুষের জন্য কাজ করে যাব l"

ABOUT THE AUTHOR

...view details