পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামিনে মুক্ত ছত্রধর

2009 সালের 26 সেপ্টেম্বরে লালগড় থেকে গ্রেপ্তার করা হয়েছিল ছত্রধরকে ৷ সবমিলিয়ে মোট 27 টি মামলা রজু হয়েছিল ছত্রধরের বিরুদ্ধে ৷ এখনও 15 টি মামলা চলছে তার বিরুদ্ধে ৷ এমত অবস্থায় গতকাল জামিন পেল ছত্রধর মাহাতো ৷

By

Published : Feb 2, 2020, 2:52 AM IST

Lalgarh movement
ছত্রধর মাহাতো

মেদিনীপুর, 2 ফেব্রুয়ারি : অবশেষে দীর্ঘ 11 বছর পর জামিন পেল জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাত ৷ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে গতকালই ছাড়া পায় সে ৷ লালগড় এলাকায় মানুষের সঙ্গে আজ দেখা করে আবার নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি করার চিন্তাভাবনা করবে বলেও জানিয়েছে সে ৷

পশ্চিম মেদিনীপুর জেলায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে বোমা ফাটানোর ঘটনায় নাম জড়িয়েছিল তার ৷ এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং যৌথবাহিনী গ্রামে ঢুকে আদিবাসী নিরীহ মানুষদের উপর তল্লাশির নামে অত্যাচার করছে ৷এই অভিযোগ তুলে সেই সময় গড়ে ওঠে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটি ৷ সেই কমিটির প্রধান মুখ ছিলেন ছত্রধর মাহাত ৷

2009 সালের 26 সেপ্টেম্বর তাকে লালগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তার বিরুদ্ধে মোট 27 টি মামলা দেওয়া হয় ৷ কখনও মেদিনীপুর সংশোধনাগার আবার কখনও প্রেসিডেন্সি সংশোধনাগারে তাকে রাখা হচ্ছিল ৷ দীর্ঘ 11 বছর পর অবশেষে জামিনে মুক্তি পেল এই জনসাধারণ কমিটির নেতা ৷ দীর্ঘ সময় কেটেছে ৷ এর মধ্যে অনেকে পরিবর্তনও হয়েছে ৷ রাস্তাঘাট ভালো হয়েছে ৷ স্কুল-কলেজ হয়েছে ৷ আজকের আন্দোলনের রূপরেখা তাই কী হবে সে প্রসঙ্গে ছত্রধরের বক্তব্য, "সেই সময় আমাদের আন্দোলন ছিল মূলত অনুন্নয়নের বিরুদ্ধে ৷ কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে ৷ আমি দেখব আমার এলাকার মানুষ আমাকে কতটা চায় ৷ আমি যে জন্য লড়াই করেছিলাম, যে জন্য এত বছর জেল খেটেছি সেই কাজের জন্য আবার ঝাঁপিয়ে পড়ব ৷ নতুন করে ভালো কাজের জন্য আন্দোলনে নামব ৷"

ছত্রধর মাহাতর আইনজীবী কৌশিক সিনহার জানান, মোট 27 টি মামলার মধ্যে এখনও 15 টি মামলা রয়েছে ছত্রধরের নামে ৷ সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে ৷ তবে সরকার যে ভূমিকার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে 27 টি মামলা করেছিল, সেগুলির বেশিরভাগটাই নস্যাৎ হয়ে গেছে এবং জামিনে মুক্তি পেয়েছে ছত্রধর ৷

ABOUT THE AUTHOR

...view details