ঝাড়গ্রাম, 8 জুলাই : এবার জঙ্গলমহলের সক্রিয় রাজনীতিতে কি নেমে পড়লেন ছত্রধর মাহাত ? এমন প্রশ্ন উঠতে শুরু করল জঙ্গলমহলে । উঠল ছত্রধর তৃণমূলের কর্মীসভায় যোগ দেওয়ায় । আজ গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় উপস্থিত ছিলেন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাত । গোপীবল্লভপুর ব্লকের সাতমা গ্রাম পঞ্চায়েতের সাতমা গ্রাম থেকে প্রায় 30টি পরিবার BJP ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে । তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ছত্রধর মাহাত ।
তৃণমূলের কর্মীসভায় ছত্রধর বলেন , “আমাদের তৃণমূল কংগ্রেসের দল এখানে অনেকখানি পিছিয়ে পড়েছে । আজকের এই উৎসাহ দেখে আমার মনে হয় পিছিয়ে পড়া বলে কিছু হয় না । কারণ মানুষই গড়তে পারে, তৈরি করতে পারে, পরিবর্তন আনতে পারে ।”
টানা 10 বছর জেল খাটার পর এবছরের 2 ফেব্রুয়ারি জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ছত্রধর মাহাত । সেদিন ছত্রধর মাহাত বলেছিলেন, “এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছি না । অনেকদিন পর মুক্ত আকাশ দেখছি, এখন কিছুটা সময় পরিবারের লোকের সঙ্গে কাটাতে চাই ।”