ঝাড়গ্রাম, 10 ফেব্রুয়ারি: পুলিশি পাহারা ছাড়াই ঝাড়গ্রাম আদালতে গেলেন ছত্রধর মাহাত ৷ জানালেন, ভালো লাগছে ৷ গত সপ্তাহে ঝাড়গ্রামে এসে স্ত্রীকে নিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি ৷
পুলিশি পাহারা ছাড়াই আদালতে হাজিরা ছত্রধরের, বললেন "ভালো লাগছে" - মেদিনীপুরের সংবাদ
পুলিশি পাহারা ছাড়াই আদালতে হাজিরা দিলেন ছত্রধর মাহাত ৷ বললেন, অনেকের সঙ্গে কথা বলতে পারায় তিনি খুশি ৷
2009 সালে গাডরোতে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে জনসাধারণের কমিটি ও স্থানীয় বাসিন্দারা অবরোধ করেন ৷ নেতৃত্বে ছিলেন ছত্রধর মাহাত ৷ সেই মামলায় আজ জামিন নিতে ঝাড়গ্রাম জেলা আদালতে আসেন তিনি ৷ আগে তিনি যতবারই আদালতে এসেছেন ততবারই সশস্ত্র পুলিশ বাহিনীর ঘেরাটোপ থাকত ৷ সেই কারণে কথাও বলতে পারতেন না পরিচিত লোকজনের সঙ্গে ৷ কিন্তু আজ অনেকের সঙ্গে কথা বলেছেন ।
প্রায় 11 বছর জেলে থাকার পর ছাড়া পেয়ে লালগড়ে ফিরে এসেছেন জনসাধারণের কমিটির মুখ ছত্রধর । গত সপ্তাহে ঝাড়গ্রামে এসে স্ত্রীকে সঙ্গে নিয়ে একান্ত বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে । আরও কিছু মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে । দাবি করেছেন, আজকের মতো অন্য মামলাতেও বেকসুর খালাস পাবেন । তাঁর দাবি, প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করা হয়েছে ৷ কিন্তু শুরু থেকেই আইনের প্রতি সম্মান দেখিয়ে এসেছেন তিনি ৷