চন্দ্রকোনা, 14 অগাস্ট : চন্দ্রকোনার BDO, পুলিশ প্রশাসনের একাধিক কর্মী, আধিকারিক কোরোনায় আক্রান্ত হয়েছেন আগেই ৷ এবার কোরোনায় আক্রান্ত চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের BMOH ৷ গতকাল রাতে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন তিনি ৷ এরপরই তাঁর সংস্পর্শে আসা হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও নার্সের নামের তালিকা তৈরির কাজ শুরু করেছে প্রশাসন ৷ হাসপাতালে কাজ করার সুবাদে একাধিক স্বাস্থ্যকর্মী ও রোগীর সংস্পর্শে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফে ৷ ইতিমধ্যেই হাসপাতাল স্যানিটাইজ়েশনের কাজ শুরু করা হয়েছে ৷
কোরোনা আক্রান্ত চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের BMOH
11 অগাস্ট চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে BMOH-এর কোরোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় ৷ গতকাল রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷
জেলা স্বাস্থ্যবিভাগের রিপোর্ট অনুযায়ী গতকাল চন্দ্রকোনা থানা এলাকায় নতুন করে আরও চারজন ব্যক্তির শরীরে কোরোনা সংক্রমণ পাওয়া গিয়েছে । ওই চারজনের মধ্যে রয়েছেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের 65 বছরের চিকিৎসক তথা হাসপাতালের BMOH । খোদ হাসপাতালের BMOH কোরোনায় আক্রান্ত, এই খবর প্রকাশ্যে আসতেই একাংশ স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে । হাসপাতালের পর অবসর সময়ে চন্দ্রকোনার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়মিত রোগী দেখতেন কোরোনায় আক্রান্ত ওই BMOH । 11 অগাস্ট চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে তাঁর কোরোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় ৷ গতকাল সন্ধ্যায় কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে ৷
BMOH ছাড়াও চন্দ্রকোনায় আরও সাতজনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে । তার মধ্যে রয়েছেন চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের পাঁচজন ও চন্দ্রকোনা এক নম্বর ব্লকের দুইজন রয়েছেন ৷ এনিয়ে চন্দ্রকোনায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 14 জন । ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে চন্দ্রকোনা থানার পক্ষ থেকে । পশ্চিম মেদিনীপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1463 ৷ গতকাল জেলায় মোট 34 জনের শরীরে নতুন করে কোরোনা সংক্রমণ পাওয়া গিয়েছে । এখনও পর্যন্ত জেলায় মোট কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 34 জনের ।