চন্দ্রকোনা, 6 ই সেপ্টেম্বর:অনেক আগেই রাজ্যে নিষিদ্ধ হয়েছে সিঙ্গেল ইউজ 75 মাইক্রনের কম প্লাস্টিক ব্যবহারে ( Chandrakona Municipality Corporation) ৷ তাই এবার সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের সচেতন করতে মঙ্গলবার চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে অভিযান চলে স্থানীয় কয়েকটি বাজারে ৷
এই অভিযানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান, পুলিশ, পৌরকর্মী ও কাউন্সিলররাও । এদিন সকালে শহরের গাছশীতলা, রেগুলেটেড মার্কেট, গোঁসাইবাজার-সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয় চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে । নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের দায়ে 8জন ব্যবসায়ীকে জরিমানা করেন পৌরসভার আধিকারিকরা ৷
এটাই প্রথম নয় ৷ 75 মাইক্রনের কম প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা জারির পর থেকেই শহর জুড়ে মাঝেমাঝে অভিযান চালানো হয় চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে ৷ বিশেষত উৎসবের মরশুমগুলোতে ব্যবাসায়ী ও এলাকাবাসীকে সচেতন করতে এই অভিযান চালাোন হয় ৷ এদিন ব্যবসায়ীদের জরিমানার পাশাপাশি বেশ কয়েকজন ক্রেতাকেও জরিমানা করেন পৌরসভার আধিকারিকরা ৷ বিক্রেতাদের 500 টাকা এবং ক্রেতাদের 50 টাকা করে জরিমানা হয়েছে ৷ সেইসঙ্গে তাঁরা যাতে প্লস্টিক ব্যবহার না করেন তার জন্য সচেতন করা হয়েছে ৷ সাধারণ নাগরিকদের বোঝানো হয়েছে এই প্লাস্টিক ব্যবহারের অপকারিতা ৷ তাঁরা যাতে এই ধরনের প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকেন তাও উল্লেখ করা হয়েছে ৷