চন্দ্রকোনা, 19 জুন:দুয়াপরে পঞ্চয়েত নির্বাচনে ৷ এই নির্বাচনে বিজেপির হয়ে লড়ছেন ভারতী দিগার ৷ তিনি মাংরুল অঞ্চলের 223নম্বর বুথের বিজেপি প্রার্থী ৷ অভিযোগ, মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকেই সজল ধারা প্রকল্পের পানীয় জল আসা বন্ধ হয়ে গিয়েছে তাঁর বাড়িতে ৷ এভাবেই কেটে গিয়েছে 48 ঘণ্টারও বেশি সময়। অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
জল বন্ধের বিষয়টি স্থানীয় বিডিওকেও জানান বিজেপি প্রার্থী ভারতী দিগার ৷ বিডিও কয়েকদিনের মধ্যে জল সরবরাহের আশ্বাস দিলেও এখনও চালু হয়নি জল পরিষেবা ৷ এ প্রসঙ্গেই বিজেপি প্রার্থী ভারতী দিগার বলেন, "আমি বিজেপির প্রার্থীর হওয়ার পরই পানীয় জলের সরবারহ বন্ধ করে দেওয়া হয়েছে ৷"
আরও দাবি, তাঁর মেয়েরা অন্যের বাড়িতে জল আনতে গেলেও স্থানীয় তৃণমূল সমর্থকরা বিরক্ত বোধ করেছন ৷ এই অভিযোগ পাওয়ার পরেই, রবিবার বিজেপি প্রার্থী ভারতী দিগার বাড়িতে যান বিজেপি জেলা সভাপতি-সহ জেলার অন্যান্য নেতারা ৷ প্রার্থীর বাড়ি থেকেই বিডিও-কে ফোন করা হয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কথাও বলা হয়েছে।