পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চন্দ্রকোনায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ , মৃত 1 - ghatal hospital

চন্দ্রকোনায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল এক বাইক আরোহীর ৷ ঘটনার জেরে আহত হন আরও দুইজন ৷ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার শ্রীনগর-কৃষ্ণপুর সড়কের মাঝে বাইদিঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : May 13, 2021, 11:01 AM IST

চন্দ্রকোনা 13 মে : চন্দ্রকোনায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম ফজলুল (62) ৷ আহত আরও 2 জন ৷ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার শ্রীনগর-কৃষ্ণপুর সড়কের মাঝে বাইদিঘি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ ৷ আশঙ্কাজনক অবস্থায় আহতদের ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাঁদের অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, মৃত ফজলুল রাইখা গ্রামের বাসিন্দা ৷ ফজলুলের তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে বাইকে করে চন্দ্রকোনার কৃষ্ণপুর হয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিলেন ৷ অন্যদিকে শ্রীনগর থেকে চন্দ্রকোনার বামুনিয়া গ্রামে ফিরছিলেন বুবাই পান নামের এক যুবক । চন্দ্রকোনার শ্রীনগর ও কৃষ্ণপুরের মাঝে সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের। যার জেরে বাইকে থাকা তিনজনই ছিটকে পড়ে যান রাস্তার ধারের একটি নালায় ৷

আরও পড়ুন :কোভিড মোকাবিলায় সঙ্ঘবদ্ধ লড়াই প্রয়োজন

খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ ৷ পুলিশ আসার আগে স্থানীয়রা বাইক আরোহীদের উদ্ধার কাজে হাত লাগান ৷ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ঘাটাল হাসপাতালেই রেখে দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details