কেশপুর, 5 অগস্ট : পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি নিয়ে এবার কেন্দ্রকে আক্রমণ করলেন কেশপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা ৷ বৃহস্পতিবার মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন কেশপুরের বিধায়িকা ৷
এদিন বৈঠক শেষে তিনি বলেন, "কেন্দ্র সরকার পরিকল্পনামাফিক জল ছেড়ে রাজ্যকে বিপদে ফেলার চেষ্টা করছে । বিগত দিনে কেশপুরে এত জল জমা হয়নি । কোনওরকম সতর্কতা ছাড়াই হঠাৎ জল ছেড়ে দেওয়া হয়েছে ৷ সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার মতো সময়ও দেয়নি ৷ আমরা জানি না কতটা উদ্ধার করতে পারব তবে আমরা চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ।"
আরও পড়ুন :PM on WB Flood : রাজ্যে বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর