পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জল ছেড়ে রাজ্যকে বিপদে ফেলতে চাইছে কেন্দ্র : শিউলি সাহা - পঞ্চায়েত প্রতিমন্ত্রী

দিন দিন খারাপ হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি ৷ এই বিষয়ে একাধিক বৈঠক করছেন জেলার নেতা-মন্ত্রীরা ৷ আজ মানস ভুঁইয়ার সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে দুষলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা ৷

শিউলি সাহা
শিউলি সাহা

By

Published : Aug 5, 2021, 3:57 PM IST

কেশপুর, 5 অগস্ট : পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি নিয়ে এবার কেন্দ্রকে আক্রমণ করলেন কেশপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা ৷ বৃহস্পতিবার মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন কেশপুরের বিধায়িকা ৷

এদিন বৈঠক শেষে তিনি বলেন, "কেন্দ্র সরকার পরিকল্পনামাফিক জল ছেড়ে রাজ্যকে বিপদে ফেলার চেষ্টা করছে । বিগত দিনে কেশপুরে এত জল জমা হয়নি । কোনওরকম সতর্কতা ছাড়াই হঠাৎ জল ছেড়ে দেওয়া হয়েছে ৷ সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার মতো সময়ও দেয়নি ৷ আমরা জানি না কতটা উদ্ধার করতে পারব তবে আমরা চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ।"

আরও পড়ুন :PM on WB Flood : রাজ্যে বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কেশপুর, চন্দ্রকোণা ও দাসপুরের বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই একাধিক বৈঠক করছেন জেলার মন্ত্রীরা । আজ জলম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়ার সঙ্গে বৈঠক করেন কেশপুরের বিধায়ক তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা ৷

বৈঠক সেরে তিনি বলেন, "প্রায় দু'লাখ কিউসেক জল ছেড়েছে ডিভিসি ৷ এরপর ফের নতুন করে জল ছাড়ায় একদিকে যেমন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে তেমনি বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ।"

উদাহরণ হিসেবে তিনি খানাকুলের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা তুলে ধরেন ৷

আরও পড়ুন :Ghatal Flood : বন্যা কবলিত ঘাটালে দুয়ারে ডাক্তার পরিষেবা প্রশাসনের

ABOUT THE AUTHOR

...view details