পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Case Filed against Dilip Ghosh: 'চুরি-চামারি' মন্তব্যে বিতর্কে দিলীপ, রুজু হল মামলা - মেদিনীপুর

নির্দিষ্ট পেশার মানুষের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ! বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করলেন গোয়ালতোড়ের শিক্ষক (Case Filed against Dilip Ghosh) ৷

Case Filed against Dilip Ghosh under PoA Act in Medinipur
ফাইল ছবি

By

Published : Mar 4, 2023, 4:18 PM IST

মেদিনীপুর, 4 মার্চ: কয়েকদিনের পুরনো একটি মন্তব্যের জেরে দিলীপ ঘোষের বিরুদ্ধে পিওএ আইনের (PoA Act) আওতায় মামলা রুজু করা হল (Case Filed against Dilip Ghosh) ৷ পশ্চিম মেদিনীপুরের কোতওয়ালি থানায় দিলীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চন্দন সাহা নামে একজন শিক্ষক ৷ গোয়ালতোড়ের বাসিন্দা ওই শিক্ষকের দাবি, একটি বিশেষ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অসম্মান করেছেন দিলীপ ঘোষ !

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাটি রুজু করা হয় গত 28 ফেব্রুয়ারি ৷ নিজের অভিযোগপত্রে অভিযোগকারী শিক্ষক দাবি করেছেন, একজন সাংসদ বা জনপ্রতিনিধি হিসাবে দিলীপ ঘোষ একটি নির্দিষ্ট পেশার মানুষ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা কখনই অভিপ্রেত হতে পারে না ৷ সেই কারণেই তাঁর বিরুদ্ধে নৃশংসতা প্রতিরোধী আইন বা পিওএ-র নির্দিষ্ট ধারা প্রয়োগ করা হয়েছে ৷

প্রসঙ্গত, সম্প্রতি একটি বাংলা খবরের চ্যানেলে একটি অডিয়ো-ভিস্যুয়াল প্রতিবেদন সম্প্রচার করা হয় ৷ সেই প্রতিবেদনে দিলীপ ঘোষের একটি বক্তব্যের অংশ বা 'বাইট' ছিল ৷ সেই বাইটের একাংশে দিলীপ ঘোষকে একত্রে 'চুরি-চামারি' শব্দবন্ধ ব্যবহার করতে শোনা যায় (ইটিভি ভারত এই বাইটের সত্যতা যাচাই করেনি) ৷ 'চুরি' এবং 'চামারি' এই দু'টি শব্দ একত্রে ব্যবহার করাতেই আপত্তি তুলেছেন অভিযোগকারী চন্দন সাহা ৷

আরও পড়ুন:কৌস্তভের গ্রেফতারিতে স্বৈরাচার দেখছে বাম-কংগ্রেস, অন্য গন্ধ পাচ্ছেন দিলীপ !

চন্দনের যুক্তি, চুরি একটি গর্হিত অপরাধ ৷ সেই কারণেই কারও বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হলে আইন মোতাবেক তাঁকে শাস্তি দেওয়া হয় ৷ কিন্তু, 'চামার' বা চর্মকার হলেন একটি বিশেষ পেশার সঙ্গে যুক্ত মানুষজন ৷ যাঁরা মূলত চামড়ার কাজ করে জীবিকা নির্বাহ করেন ৷ সেক্ষেত্রে একজন নির্বাচিত জনপ্রতিনিধি কীভাবে এই দু'টি বিষয়কে এক মাত্রায় যুক্ত করেন ? দিলীপের এই মন্তব্য অবমাননাকর এবং বৈষম্যমূলক বলেও অভিযোগ করেছেন ওই শিক্ষক ৷

এদিকে, এই বিষয়ে মেদিনীপুরের কোতওয়ালি থানায় অভিযোগ দায়েরের পরই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ সূত্রের খবর, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে পুলিশের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে ৷ তারা যাতে পুলিশের কাছে দিলীপ ঘোষের ওই মন্তব্যের ভিডিয়ো রেকর্ডিংয়ের নমুনা পাঠিয়ে দেয়, সেকথা চিঠিতে জানানো হয়েছে ৷ প্রয়োজনে এই ভিডিয়োটির সত্যতা যাচাইয়ের জন্য বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details