ঘাটাল, 15 এপ্রিল: ভোরবেলায় ঘটে দুর্ঘটনাটি ৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার পাশেই একটি পুকুরে পড়ে ৷ গাড়িটির গতি এতটার বেশি ছিল যে তীব্র গতিতে পুকুরে পড়ে সেটি পাঁকের অনেকটা ভিতরে ঢুকে যায় ৷ আশপাশে লোকজন না থাকায় সাহায্য করতে কেউ এগিয়ে আসতে পারেনি ৷ এলাকার লোকজনের যখন নজরে আসে বিষয়টি ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ৷ গাড়ি পাঁকের মধ্যে ঢুকে গিয়ে কার্যত দমবন্ধ হয়ে মৃত্যু হল গাড়ির চালকের ৷ সকালে বিষয়টি লক্ষ্য করেই স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন থানায় ৷ খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে ৷ এলাকাবাসীর সহযোগিতায় শুরু হয় উদ্ধারকার্য ৷ বেশ বেগ পেতে হয় টাটা ইন্ডিকা গাড়িটিকে পাঁক থেকে টেনে বের করতে ৷ আনতে হয় মাটি কাটার জেসিবি ৷ সেই জেসিবির সঙ্গে গাড়ির পিছনের দিকটি দড়ি দিয়ে বেঁধে টেনে তোলা হয় গাড়িটিকে ৷ তারপর দরজা ভেঙে বের করা যায় চালকের নিথর দেহ ৷ মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পাঁকে ঢুকল গাড়ি, উদ্ধার চালকের নিথর দেহ - ঘাটালে দুর্ঘটনায় মৃত এক
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পাঁকে ঢুকে গেল গাড়ি ৷ দমবন্ধ হয়ে মৃত্যু হল গাড়ির চালকের ৷ ভোর রাতের দিকে ঘটে দুর্ঘটনাটি ৷ সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে থানায় খবর দিয়ে উদ্ধার কাজ শুরু করেন তাঁরা ৷ জেসিবি দিয়ে টেনে তোলা হয় গাড়িটিকে ৷ দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল-মেদিনীপুর সড়কের দাসপুর থানার কিসমত নাড়াজোলে । জানা গিয়েছে, মৃতের গাড়ি ঘাটালেই ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷
বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে ঘাটাল-মেদিনীপুর সড়কের দাসপুর থানার কিসমত নাড়াজোলে । স্থানীয়দের অনুমান, এদিন ভোর চারটে নাগাদ গাড়িটি ঘাটাল থেকে খড়গপুর যাচ্ছিল । যাওয়ার পথেই ঘাটাল-মেদিনীপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে । গাড়িটি অত্যাধিক গতিতে ছিল ৷ দাসপুর থানার কিসমত নাড়াজোলের যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে সেই জায়গায় রাস্তার অনেক বাঁক রয়েছে ৷ গতি তীব্র থাকায় নিয়ন্ত্রণ হারায় বলেই অনুমান করা হচ্ছে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ে পুকুরে । গতির জন্যই সেটি পাঁকেও অনেকটা ভিতরে ঢুকে যায় ৷ এতটাই ভিতরে ঢুকে যায় যে চালকের একার পক্ষে হয়তো গাড়ির দরজা খুলে বেরনোর জায়গা ছিল না ৷ ঘটনার প্রায় ঘণ্টা দুয়েক পর রাস্তায় মানুষ চলাফেরা শুরু হলে তাঁদের নজরে আসে বিষয়টি । দুর্ঘটনার জেরে সাত সকালেই ব্যাপক যানযটের সৃষ্টি হয় একালায় ।
দাসপুর থানার পুলিশ জানায়, মৃত চালকের বাড়ি ঘাটালেই ৷ দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে ঘাটাল পুলিশ ৷