কলকাতা, 21 এপ্রিল : পশ্চিম মেদিনীপুরের শিক্ষক বদলিতে লক্ষাধিক টাকা চাওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court directs CID probe into teacher transfer case) । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ এমনই নির্দেশ দিয়েছেন ৷ 30 দিন পর তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল সিআইডিকে ।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে জানিয়েছেন, টাকা চাওয়ার কথোপকথন সংক্রান্ত অডিয়ো রেকর্ড খতিয়ে দেখে কারা এই ঘটনার পিছনে রয়েছে, তার খোঁজ করবে সিআইডি । এক মাস পরে তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিআইডিকে । শুধু এই স্কুলই নয়, চাকরিতে বদলির ক্ষেত্রে বৃহত্তর চক্র কাজ করছে কি না, এই তদন্তে তারও হদিশ পাওয়ার চেষ্টা করবে তদন্তকারী সংস্থা । এ বিষয়ে ডিআইজি সিআইডি প্রয়োজনে জেলা পুলিশের সাহায্য নেবেন । বদলির ক্ষেত্রে অন্য শিক্ষকরাও এমন টাকা দিয়েছেন কি না, সেই তথ্য জানতে স্কুল থেকে এর আগে বদলি হওয়া শিক্ষকদের ও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি (CID)।