পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বম্বে রোডে ওলটাল যাত্রীবাহী বাস, আহত 30 - মেদিনীপুর

আজ বিকেল সাড়ে 4 টে নাগাদ মেদিনীপুর থেকে হলদিয়া যাওয়ার পথে বম্বে রোডের কাছে জিন শহরে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি ম্যাটাডোর ভ্যানকে ধাক্কা মারে ৷ বাসে থাকা কমপক্ষে 30 জন যাত্রী আহত হয় ৷ ঘটনাস্থানে আসে খড়গপুর থানার পুলিশ ৷ স্থানীয়দের উদ্যোগে ও পুলিশের সহযোগিতায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

বম্বে রোডে ওলটাল যাত্রীবাহী বাস

By

Published : Sep 23, 2019, 8:07 PM IST

মেদিনীপুর, 23 সেপ্টেম্বর : ম্যাটাডোরকে ধাক্কা মেরে ওলটাল যাত্রীবাহী বাস ৷ মেদিনীপুর থেকে হলদিয়া যাওয়ার পথে বম্বে রোডের কাছে জিন শহরে দুর্ঘটনাটি ঘটে ৷ আহত প্রায় 30 জন বাসযাত্রী ৷ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় আহতদের ৷ যাত্রীরা প্রত্যেকেই মেদিনীপুর মেডিকাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

আজ বিকেল সাড়ে চারটে নাগাদ মেদিনীপুর থেকে হলদিয়া যাওয়ার পথে বম্বে রোডের কাছে জিন শহরে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি ম্যাটাডোরে ধাক্কা মারে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল ৷ সেই সময় হলদিয়াগামী বাসটি মোহনপুর ব্রিজ পেরোনোর পর বম্বে রোডের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায় ৷ বাসটি পালটি খাওয়া মাত্র ভেঙেচুরে যায় ৷ জানলা ভেঙে যায় ৷ বাসে থাকা কমপক্ষে 30 জন যাত্রী আহত হয় ৷

দেখুন ভিডিয়ো

এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে খড়গপুর থানার পুলিশ ৷ স্থানীয়দের উদ্যোগে ও পুলিশের সহযোগিতায় আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details