দাসপুর, 11 মার্চ: ঝড়-বৃষ্টিতে দুর্ঘটনার কবলে পড়ল চন্দ্রকোনাগামী বাস । আহত হলেন 10 জন যাত্রী । খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিরাট পুলিশ বাহিনী । পুলিশ ও স্থানীয় মানুষের চেষ্টায় উদ্ধার করা হয় আহত যাত্রীদের ।
প্রবল ঝড়-বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে দাসপুরে দুর্ঘটনাগ্রস্ত হল কলকাতা থেকে চন্দ্রকোনাগামী একটি বেসরকারি বাস । বুধবার সন্ধ্যার এই ঘটনায় আহত হয়েছেন 7 জন এবং গুরুতর জখম আরও 3 । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে চন্দ্রকোনাগামী বেসরকারি বাসটি বুধবার সন্ধ্যায় ঝড় বৃষ্টির সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে ৷ পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়কের বকুলতলার কাছে তালবাগান এলাকায় ঘটে এই দুর্ঘটনা ৷ দুর্ঘটনার জেরে জখম হয়েছেন সাত জন যাত্রী ৷ তাঁদের মাথা, কোমর ও হাতে আঘাত লেগেছে ৷