ক্ষীরপাই, 17 এপ্রিল: 'ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের করুণদশা । রোগী ভরতি করিতে আসিলে সঙ্গে করে পাখা বা ফ্যান আনিবেন।' তীব্র দাবদাহের মাঝেই এমনই পোস্টার পড়ল ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল চত্বরে । হাসপাতালে সিলিং ফ্যানের অভাব রয়েছে ৷ হাঁসফাঁস গরমে রোগীদের অবস্থা খারাপ হচ্ছে ৷ এমনই অভিযোগ উঠল রোগীর পরিজনদের তরফে । তবে এই পোস্টারগুলির অভিযোগের কথা অস্বীকার করলেন হাসপাতালের বিএমওএইচ ৷ তাঁর দাবি হাসপাতালের সব পাখা ঠিক কাজ করছে ৷
তাপপ্রবাহের জেরে নাভিশ্বাস উঠছে বঙ্গের মানুষের ৷ একই অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-1 ব্লকের ক্ষীরপাই এলাকার মানুষজনেরও ৷ তারই মাঝে গ্রামীণ হাসপাতালে আসা রোগীদের পরিবারের অভিযোগ, সেখানে নেই পর্যাপ্ত পাখা । ফলে গরমে খুবই কষ্ট হচ্ছে ভরতি রোগীদের । আর এই ঘটনায় হাসপাতাল চত্বরে পড়ল ব্যাঙ্গাত্বক বেনামি পোস্টার ৷ যাতে লেখা, ক্ষীরপাই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা খারাপ ৷ রোগীরা যদি হাসপাতালে ভরতি হতে আসেন অবশ্যই সঙ্গে পাখা বা ফ্যান আনবেন । হাসপাতালের দেওয়ালে সাঁটানো রয়েছে সেই পোস্টারগুলি ৷ যাকে ঘিরে শোরগোল হাসপাতাল চত্বরে । কিন্তু পোস্টার কে দিল, তার খবর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ।