পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা-আতঙ্ক, দুই মেদিনীপুরের মধ্যে একাধিক সেতু বন্ধ করল প্রশাসন - কোভিড-১৯

কোরোনা আতঙ্কে দুই মেদিনীপুরের মধ্যে থাকা একাধিক সেতুতে চলাচল বন্ধ করা হল ।

corona safety
corona safety

By

Published : Apr 2, 2020, 7:56 PM IST

Updated : Apr 21, 2020, 4:15 PM IST

কোলাঘাট, 2 এপ্রিল : প্রশাসনের তৎপরতায় বন্ধ হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সংযোগকারী স্থায়ী ও অস্থায়ী একাধিক সেতু । ব্যারিকেড দিয়ে মোতায়েন করা হয়েছে পুলিশ । খুব প্রয়োজন ছাড়া সেতু দিয়ে যেতে দেওয়া হচ্ছে না ট্রাক ও অন্যান্য যানবাহন, এমনকী সাধারণ মানুষকেও ।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সীমানায় পড়ছে দুই জেলার দাসপুর ব্লক ও কোলাঘাট ব্লক । ওই এলাকাতেই গত মঙ্গলবার মুম্বই ফেরত এক যুবকের শরীরে ধরা পড়ে কোরোনা ভাইরাসের উপস্থিতি । 30 মার্চ মুম্বই থেকে বাড়ি ফিরে ওই যুবক দাসপুর এলাকার একাধিক জায়গায় ঘুরে বেড়িয়েছিল । স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট প্রকাশের পরই দাসপুর থানা এলাকায় জোরদার করা হয় পুলিশি নজরদারি । এরপরই নড়েচড়ে বসে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রশাসন । দুই জেলার মধ্যে সংযোগকারী ভেড়িদহ, কালাচাঁদ সেতুসহ মোট ছ'টি সেতু বন্ধ করে দেওয়া হয় । ফলে পূর্ব মেদিনীপুরের সঙ্গে দূর্বাচাকি, জোতঘনশ্যাম, গৌরা, সোনামুই, সীতাপুর, কাশিনাথপুর সহ একাধিক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, দাসপুর এলাকা থেকে কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এ'বিষয়ে কোলাঘাট ব্লকের BDO মদনমোহন মণ্ডল জানিয়েছেন, দাসপুর ব্লকে কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়ার পরই কোলাঘাট ব্লক এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন । পাশাপাশি দু'টি ব্লক হওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে । যে কারণে সেতুগুলি দিয়ে যাতায়াত বন্ধ করার জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে । তবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর গাড়ি যাতায়াত করছে । সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ।

Last Updated : Apr 21, 2020, 4:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details