পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kharar Municipality : গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার খড়ার পৌরসভায় গঠিত হল বোর্ড - খড়ার পৌরসভা

অবশেষে খড়ার পৌরসভায় গঠিত হল বোর্ড ৷ রাজ্য নেতৃত্বের পূর্ব সিদ্ধান্ত মতোই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে শপথ নিলেন যথাক্রমে সন্ন্যাসী দোলুই এবং পূর্বা ভূঁইয়া । উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া (Kharar Municipality) ৷

Board Formation At Kharar
দ্বিতীয়বার বোর্ড গঠন হল খড়ার পৌরসভায়

By

Published : Mar 30, 2022, 7:44 AM IST

খড়ার, 29 মার্চ:খড়ার পৌরসভায় বোর্ড গঠনকে ঘিরে চূড়ান্ত নাটকীয়তার অবসান ৷ চূড়ান্ত টানাপোড়েনের পর মঙ্গলবার বোর্ড গঠন হল খড়ার পৌরসভায় (Kharar Municipality) ৷ রাজ্য নেতৃত্বের মনোনীত চেয়ারম্যান সন্ন্যাসী দোলুই এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন পূর্বা ভূঁইয়া ৷ মন্ত্রী মানস ভূঁইয়ার উপস্থিতিতে শপথ নেওয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলরদের সংবর্ধনাও দেওয়া হয় । এই পৌরসভার বোর্ড গঠন নিয়ে চূড়ান্ত নাটকীয়তার 13 দিন পর নির্বিঘ্নেই হয়েছে শপথগ্রহণ অনুষ্ঠান ৷ তবে বহিষ্কৃত কাউন্সিলর অদ্যুৎ মণ্ডলকে এদিন দেখা যায়নি ৷

16 মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটে ৷ 10টি ওয়ার্ডের খড়ার পৌরসভায় তৃণমূল 8টি ও বিজেপি 2টি আসনে জয়ী হয়। তৃণমূল কংগ্রেসের তরফে এই পৌরসভার চেয়ারম্যান হিসেবে সন্ন্যাসী দোলুই ও ভাইস-চেয়ারম্যান হিসেবে পূর্বা ভূঁইয়াকে মনোনীত করা হয় । কিন্তু রাজ্য নেতৃত্বের এই সিদ্ধান্তকে মানতে চাননি অনেকেই ৷ ফলে 16 মার্চের শপথগ্রহণ ও বোর্ড গঠন অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷

খড়ার পৌরসভার সামনে তৃণমূলের একাংশ মনোনীত চেয়ারম্যান পরিবর্তনের দাবি নিয়ে বিক্ষোভে সামিল হয় ৷ তৃণমূলের বিক্ষুব্ধদের দাবি ছিল খড়ার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 7নং ওয়ার্ডে জয়ী তৃণমূল কাউন্সিলর অদ্যুৎ মণ্ডলকে চেয়ারম্যান করতে হবে । তুমুল বিক্ষোভের জেরে সিদ্ধান্ত হয় ভোটাভুটির মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচন হবে । সেইমতো ওইদিনই ভোটাভুটি হয় এবং 6-4 ফলাফলে তৃণমূলের রাজ্য নেতৃত্বের মনোনীত চেয়ারম্যান সন্ন্যাসী দোলুইকে হারিয়ে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন অদ্যুৎ মণ্ডল ।

10 আসন বিশিষ্ট খড়ার পৌরসভায় ভোটাভুটিতে তৃণমূলের 4 জন ও বিজেপির 2 জন কাউন্সিলরের সমর্থনে ভোটাভুটিতে দলেরই মনোনীত চেয়ারম্যানকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন অদ্যুৎ মণ্ডল। এই ঘটনা সামনে আসতেই রাজ্যজুড়ে আলোড়ন পড়ে যায় ৷ ঘটনার পরই রাজ্য নেতৃত্বের নির্দেশে বহিষ্কার করা হয় অদ্যুৎ মণ্ডলকে । 17 মার্চ ঘাটালে মহকুমাশাসকের কাছে চেয়ারম্যান পদ থেকে ইস্তফাও দিয়ে দেন অদ্যুৎ মণ্ডল । তৃণমূল নেতৃত্ব দাবি করে অদ্যুৎ মণ্ডলকে সমর্থন করা দলের কয়েকজন কাউন্সিলর তাদের ভুল স্বীকার করে দল এবং মহকুমাশাসককে লিখিতভাবে জানায় । অদ্যুৎ মণ্ডল চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ায় বোর্ড গঠন অধরা ছিল খড়ার পৌরসভায় ।

আরও পড়ুন: শ্রমিক সংগঠনের ডাকা বনধে বিশৃঙ্খলার অভিযোগে জঙ্গলমহলে গ্রেফতার 5 বাম কর্মী

পুনরায় বোর্ড গঠনের জন্য 29 মার্চ দিন ধার্য করে বিজ্ঞপ্তি জারি করে মহকুমা প্রশাসন । সেই ঘটনার 13 দিন পর মঙ্গলবার খড়ার পৌরসভার বোর্ড গঠন হল ৷ অনুষ্ঠানে যোগ দিতে এসে মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, "চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে একটি 'দুর্ঘটনা' ঘটেছিল খড়ার পৌরসভায় । রাজনৈতিক ডাক্তারবাবুরা খড়ার পৌরসভার ঘটনায় সঠিক চিকিৎসা করে দিয়েছেন ৷ আজকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণের মধ্য দিয়ে বোর্ড গঠন হওয়ায় সকলেই খুশি ।"

ABOUT THE AUTHOR

...view details