পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'মমতার শাড়িতে 215 জন বিজেপি কর্মীর রক্ত লেগে রয়েছে', তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারী - শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari slams Mamata Banerjee: অকাল বর্ষণে রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ক্ষতি হয়েছে আলু চাষি-সহ ধান চাষীদেরও। ক্ষতিগ্রস্থ আলুচাষি ও অন্নদাতা কৃষকদের পাশে দাঁড়াতে ঝাড়গ্রাম জেলা বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে চন্দ্রকোনা রোডে আলু বীজ বন্টন শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই বীজ বন্টন শিবিরে চাষীদের হাতে আলুর বীজ তুলে দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 7:45 PM IST

Updated : Dec 14, 2023, 8:17 PM IST

তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারী

চন্দ্রকোনা, 14 ডিসেম্বর:চন্দ্রকোনায় আলু বীজ বিলি করতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিষোদগার করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাতে-গায়ে এবং শাড়িতে বিজেপি কর্মীর খুনের রক্ত লেগে রয়েছে ৷ তাই রাজ্যের মানুষ চায় না মমতা বন্দ্যোপাধ্য়ায় এই রাজ্যে কোনও রাষ্ট্রবাদী দল নিয়ে মিটিং করুক।"

এই অকাল বর্ষণে রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ক্ষতি হয়েছে আলু চাষি-সহ ধান চাষীদেরও। ক্ষতিগ্রস্থ আলুচাষি ও অন্নদাতা কৃষকদের পাশে দাঁড়াতে ঝাড়গ্রাম জেলা বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে চন্দ্রকোনা রোডে আলু বীজ বন্টন শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই বীজ বন্টন শিবিরে চাষীদের হাতে আলুর বীজ তুলে দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলু বীজের বস্তা চাষিদের হাতে তুলে দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেরেক ও ব্রায়েনকে সাংসদ থেকে বরখাস্ত প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "এক যাত্রায় পৃথক ফল হবে কী করে ? ওনারা যখন সাসপেন্ড করেন আমাদের তখন তো ঠিক হয়, আর ওনাদের বেলায় হলেই সমস্যা ! যখন শুভেন্দু অধিকারী কে সাসপেন্ড করেছিল, তখন তো উনি ঠিকই বলেছিলেন।"

এরপর নতুন করে ইডি ও সিবিআই-এর বেহালা, কলকাতা-সহ একাধিক জায়গায় তল্লাশি প্রসঙ্গে শুভেন্দু বলেন, "টাকা লুকাবে কোথায় ? আমাদের একটাই স্লোগান চোর ধরো জেল ভরো। যারা এই ধরনের দেশবিরোধী কাজকর্ম করে সেই কাজকর্মে মদত দেয় এই রাজ্যের সরকার। তাদের যোগসাজগে তারা এই ধরনের কাজকর্ম করে এবং বিজেপির বিরুদ্ধে 'নো ভোট টু বিজেপি' স্লোগান ও প্রচার করে। তারা সরাসরি প্রচার করেন তারা মাওবাদী।" এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কোনও খারাপ কাজে আমি যাব না।" পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কোনও রাষ্ট্রবাদী মিটিং করুক এটা পশ্চিমবাংলার জনগণও চাইছে না।" কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা "মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাতে, গায়ে এবং শাড়িতে 215 জন মৃত বিজেপি কর্মীর রক্ত লেগে রয়েছে।"

প্রসঙ্গত, অকাল বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের মাথায় হাত। ইতিমধ্যেই রাজ্যে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। কৃষকদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে মূলত ফসল নষ্টের কারণে হতাশা ভুগতে ভুগতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তারা। এই অবস্থায় কৃষক মৃত্যুকেও ইস্যু করছে রাজ্যের প্রধান বিরোধীদল। যদিও এই ঘটনায় রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ফসল নষ্টের সঙ্গে কৃষক মৃত্যুর কোন যোগ নেই। রাজ্যে এ ধরনের আত্মহত্যার খবর তার কাছে নেই। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আবহাওয়ার কারণে ফসলের ক্ষয়ক্ষতির নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা সকলেই ক্ষতিপূরণ পাবেন এই অবস্থায় তারা কেন আত্মহত্যার পথ বেছে নেবেন। যদিও বিরোধী শিবির এই অবস্থাতেও রাজ্যের এই দাবীতে সন্তুষ্ট নয় বরং কৃষকদের পাশে থাকতে তারা আলু বীজ বিতরণ সহ একাধিক পদক্ষেপ নিচ্ছে। এদিন বিরোধী দলনেতার কর্মসূচিতে তারই ইঙ্গিত মিলেছে।

Last Updated : Dec 14, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details