দাঁতন,8 জুলাই : রাজনৈতিক সংঘর্ষে প্রয়াত দলীয় কর্মী পবন জানার স্মৃতিতে এবার রক্তদান শিবিরের আয়োজন করল BJP । উদ্বোধন করলেন পবন জানার মা ও বাবা । 50 জন রক্তদান করলেন । রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় ও জেল BJP নেতৃত্ব ৷ জেলা সভাপতি সমিত দাস বলেন, দোষীরা শাস্তি পাবেই ।
গত 20 জুন দাঁতনের কুসুমি গ্রামে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয় BJP কর্মী পবন জানার ৷ বাবাকে বাঁচাতে গিয়ে নিহত হন বছর 27-এর যুবক ৷ 18 জুন প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ পাওয়া নিয়ে BJP-তৃণমূল গন্ডগোল হয় এলাকায় ৷ সকালে ঝামেলা মিটলেও গভীর রাতে ব্যাপক সংঘর্ষ হয় ৷ অভিযোগ, রাতে BJP কর্মীদের উপর লাঠি, অস্ত্রসস্ত্রসহ চড়াও হয় তৃণমূল সমর্থকরা। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে জখম হন 4 BJP কর্মী। অশান্তির সময় বাবাকে বাঁচাতে পারলেও জখম হন পবন জানা ৷ আহত BJP কর্মীকে প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে পাঠান হয় তাঁকে ৷ সেখানেই মৃত্যু হয় পবন জানার। দলীয় কর্মীর মৃত্যুর পর দাঁতনে ছুটে এসেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এসেছিলেন জেলা সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পবন জানার পরিবারকে দল থেকে 5 লাখ টাকার সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেন BJP রাজ্য সভাপতি ৷ এবার পবন জানাকে শহিদ আখ্যা দিয়ে তাঁর স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করল BJP।