চন্দ্রকোণা, 15 জুন : চন্দ্রকোণা বিধানসভায় বিজেপি প্রার্থী হেরেছেন তাঁর দুর্নীতির জন্যই ৷ তাই তার প্রতিবাদে নেতার বাড়িতে সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন একদল বিজেপি কর্মী-সমর্থক । তাঁদের অভিযোগ, "নেতাদের দেখেই পার্টি করতে এসেছি আমরা ৷ অথচ তাঁরা ভিতরে ভিতরে দলকে ডুবিয়েছেন ।" বিষয়টি নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা । এই ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় তৃণমূল কর্মীদের বক্তব্য, বিজেপিকে তাঁরা দল বলে মনেই করেন না । বিজেপি 2024 সালে লোকসভার পর গোটা ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ।
দলীয় নেতা দুর্নীতিগ্রস্ত ৷ তাই বিধানসভা নির্বাচনে দল হেরে গিয়েছে ৷ তারই প্রতিবাদ জানাতে প্ল্যাকার্ড এবং দলীয় পতাকা নিয়ে এলাকায় মিছিল করেন শতাধিক বিজেপি কর্মী-সমর্থক ৷ তারপর তাঁরা নেতার বাড়ির সামনে বিক্ষোভও দেখান ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকতে হয় ওই নেতাকে ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা 2 নম্বর ব্লকের ঝাঁকরা এলাকায় ।
এদিন সকালে চন্দ্রকোণার দক্ষিণ মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক রূপম মল্লিকের বাড়ির সামনে একাধিক বিজেপি কর্মী-সমর্থক হাতে প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে 'রূপম মল্লিক দূর হটো' স্লোগান তুলতে থাকেন । যদিও রূপম মল্লিকের দাবি, বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীরা এটি করছে ৷ পুরো বিষয়টি তিনি দলকে জানাবেন ।