চন্দ্রকোনা, 6 জুন : দলীয় কর্মীরা আক্রান্ত । তাই তাঁদের দেখতে পিংলা যাচ্ছিলেন রাজ্য় BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । কিন্তু , মাঝপথে তাঁকে আটকায় পুলিশ । ফিরে যেতে বলা হয় সায়ন্তন বসুকে । এই ঘটনাকে কেন্দ্র করেই আজ সন্ধে নাগাদ চন্দ্রকোনা সংলগ্ন রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সেখানকার দক্ষিণ মণ্ডল BJP । প্রায় ঘণ্টাখানেক পর বিক্ষোভ তুলে নেওয়া হয় ।
গত কয়েক দিন ধরে পিংলায় আক্রান্ত হচ্ছে BJP-র কর্মী ও সমর্থকরা । তাই আজ ওই আক্রান্ত BJP কর্মী ও সমর্থকদের দেখতে পিংলায় যাচ্ছিলেন সায়ন্তন বসু । কিন্তু , পিংলার ঢোকার মুখে প্রথমে ডেবরার শ্রীকৃষ্ণপুরের কাছে 60 নম্বর জাতীয় সড়কের উপর গাড়ি আটকায় পুলিশ । পরে সেখান থেকে তিনি ডেবরা পার্টি অফিস যান । সেখানে ঘন্টাখানেক থাকার পর আবার পিংলার উদ্দেশে রওনা দেন সায়ন্তন । অভিযোগ, তখন ফের তাঁকে আটকানো হয় । তারপর তাঁর থেকে সংক্রমণ ছড়াতে পারে এই আশঙ্কার কথা জানিয়ে তাঁকে পার্টি অফিস থেকে বের হতে বাধা দেয় পুলিশ ।