পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP কর্মীকে মারধর, আটক 4 তৃণমূল কর্মী - Chandrakona Hospital

BJP কর্মীর দোকানে ঢুকে মারধরের অভিযোগে উত্তপ্ত চন্দ্রকোনার ঝাঁকরা বাজার । আটক চার তৃণমূল কর্মী ।

জখম BJP কর্মী

By

Published : Jul 13, 2019, 5:28 PM IST

Updated : Jul 13, 2019, 7:36 PM IST

চন্দ্রকোনা, 13 জুলাই : চন্দ্রকোনার ঝাঁকরায় BJP কর্মীর দোকানে হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় জখম দুই BJP কর্মী চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । চার তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে । এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।

আজ কুঁয়াপুর ৪ নম্বর অঞ্চলে তৃণমূলের জনসংযোগ যাত্রা ছিল । বালা গ্রাম থেকে মিছিল করে ঝাঁকরা এলাকায় পৌঁছান তৃণমূল কর্মীরা । মিছিল শেষে ঝাঁকরা বাজারে পথসভার আয়োজন করা হয়েছিল । সভায় বক্তব্য রাখছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

ভিডিয়োয় দেখুন

BJP-র অভিযোগ, পথসভা থেকে বেরিয়ে রূপম মল্লিক নামে এক BJP কর্মীর দোকানে তৃণমূলে কংগ্রেস কর্মীরা হামলা চালায় । তাঁকে মারধর করা হয় । এদিকে তৃণমূলের তরফে পালটা উস্কানির অভিযোগ আনা হয়েছে BJP-র বিরুদ্ধে ।

গন্ডগোলের আশঙ্কায় আগে থেকেই ঝাঁকরা বাজারে পুলিশ মোতায়েন ছিল । তা সত্ত্বেও গন্ডগোল আটকানো যায়নি । ঘটনাস্থান থেকে চার তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ ।

Last Updated : Jul 13, 2019, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details