মেদিনীপুর, 9 এপ্রিল : এবার মানুষ নয়, পশুপাখিদের নিয়ে রাস্তায় নামছে বিজেপি ৷ এই প্রখর রৌদ্রে তৃষ্ণার্ত পাখিরা যাতে খাবার এবং পানীয় জল পায়, তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল গেরুয়া শিবির । এদিন জঙ্গলমহলের বিজেপির নেতা-কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে দেন মাটির পাত্র ৷ গ্রামবাসীদের বোঝানো হল যাতে এই পাত্রে করে জল এবং দানাশস্য আশেপাশে ছড়িয়ে রাখা হয় জঙ্গলমহলের পাখিদের জন্য (BJP to save animals distributing earthen pots in Jungle Mahal) ।
প্রসঙ্গত, 2021-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের পাশাপাশি জঙ্গলমহলেও বিপর্যয়ের মুখে পড়ে বিজেপি ৷ ফলে কমতে থাকে সংগঠন ৷ এই অবস্থায় সংগঠন বিস্তারে একাধিক কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে চলেছে বিজেপি । তারই অঙ্গ হিসাবে পশুপাখিদের নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে গেরুয়া বাহিনি ।
পশুপাখিদের বাঁচাতে জঙ্গলমহলে বাড়ি বাড়ি গিয়ে মাটির পাত্র বিতরণ করলেন বিজেপি এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সহ-সভাপতি সমিত কুমার দাস বলেন, "মানুষের পাশে থাকার জন্যই একাধিক কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব । তারা যেভাবে নির্দেশ দিচ্ছে ঠিক সেইভাবেই কর্মসূচি আমরা পালন করছি । এবার এলাকার মানুষের পাশাপাশি আমরা জন্তু জানোয়ার এবং পশুপাখিদের জন্য এই মাটির পাত্র এবং শস্য দেওয়ার ব্যবস্থা করলাম । যাতে মাটির পাত্রে মানুষজন পাখিদের জন্য পানীয় জল রেখে দেন ৷ যাতে পশুপাখিরা এই প্রখর রৌদ্রে তৃষ্ণার্ত অবস্থায় মারা না যায় । সেই সঙ্গে যেন চারপাশে দানা শস্য ছড়িয়ে রাখা হয় ৷ যাতে তারা খেয়ে-পড়ে বেঁচে থাকতে পারে মানুষের পাশাপাশি ।"
আরও পড়ুন:Karagpur IIT in world's top 100 universities: 19 বিষয়ে বিশ্বে প্রথম 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে খড়গপুর আইআইটি