পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

MP Dev Adhikari: হিরণের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে সাংসদ দেব ! কটাক্ষ বিজেপি'র - অভিনেতা সাংসদ দেবের ঘাটাল সফর

9 মাস পর আজ ঘাটালের সাংসদ দেব আসছেন নিজের লোকসভা কেন্দ্রে ৷ তাঁর আসা নিয়ে বিতর্কিত পোস্টার ছড়াল বিজেপি ৷ এর আগে বিজেপি বিধায়ক হিরণ তাঁকে আক্রমণ করেছিলেন (BJP slams MP Dev) ৷

Dev Adhikari
ETV Bharat

By

Published : Nov 1, 2022, 4:37 PM IST

ঘাটাল, 1 নভেম্বর: অভিনেতা-সাংসদ দেবের ঘাটাল সফরের আগে বিজেপির তরফে পোস্টার শহরজুড়ে । এই পোস্টারে দেবকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী পদ্মশিবির । নিজে হাতে দেওয়ালে পোস্টার সাঁটালেন বিজেপি বিধায়ক শীতল কপাট ।

'হিরণের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব', সাতসকালে ঘাটাল শহরের রাস্তার দেওয়ালজুড়ে চোখে পড়ল এই পোস্টার । প্রসঙ্গত দিনকয়েক আগেই ঘাটালে একটি কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসে ঘাটালের অভিনেতা সাংসদ দেবকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (BJP MLA Hiran Chatterjee) । সম্প্রতি কালীপুজোয় উদ্বোধন করতে এসে অভিনেতা দেবের বিরুদ্ধে বলেছিলেন, "দেব এখন ঘাটালকে ভুলে গিয়ে বিদেশে শুটিংয়ে ব্যস্ত । যখন ঘাটাল জলের তলায়, তখন দেব বান্ধবীদের নিয়ে শুটিংয়ে চলে যান মালদ্বীপে । তাছাড়া তিনি শুধু গরু চুরির টাকায় ঘুরে বেড়াচ্ছেন ।" হিরণের এই মন্তব্যের পরে এর বিরুদ্ধে তীব্র তোপ দেগেছিল তৃণমূল ৷ হিরণের বিরুদ্ধেও সরব হয়েছিল জেলা তৃণমূলের একাংশ ।

আরও পড়ুন: তৃণমূলের শহিদ দিবসকে 'জিহাদ দিবস' বলে কটাক্ষ শুভেন্দুর

এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন । সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে ঘাটালের বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি বৈঠকে যোগ দিতে আসছেন অভিনেতা-সাংসদ দেব (MP Dev Adhikari)। দীর্ঘ 9 মাস পর এখানে এসে দিনভর একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর । তাঁর এই সফরকে কটাক্ষ করে সকাল থেকে এমন পোস্টার পড়ল ।

আজ ঘাটালে দেব, তার আগে বিজেপির পোস্টার

যদিও বিজেপির অভিযোগকে নস্যাৎ করেছে তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মাঝি ৷ তিনি বলেন, "এ সব রটনা । একমাত্র তৃণমূলেরই সাংসদ দেব ঘাটালের জন্য সবচেয়ে বেশি ভাবেন । তিনি এলাকার উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক বৈঠকে যোগ দিতে আসছেন । তাঁর বিভিন্ন কর্মসূচি নিয়ে নেগেটিভ রাজনীতি করছে বিজেপি ।" হিরণের মন্তব্যকে 'ডোন্ট কেয়ার' করে তৃণমূল ৷ তাঁকে নিয়ে যত কম বলা যায়, ততই ভালো, জবাব ঘাসফুল নেতার ।

আরও পড়ুন: খড়্গপুরের আইনশৃঙ্খলা নিয়ে কটাক্ষ হিরণের

ABOUT THE AUTHOR

...view details