মেদিনীপুর, 5 অগাস্ট : BJP-র অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর৷ পুলিশ ও BJP কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় ৷ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে BJP কর্মী-সমর্থকদের উপর ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা পুলিশ লাঠিচার্জ করে ৷ যার জেরে শতাধিক BJP কর্মী-সমর্থক জখম হয় ৷
মেদিনীপুরে BJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার, আক্রান্ত শতাধিক - Bharati ghosh
রণক্ষেত্র মেদিনীপুর ৷ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল, বোমা ছোড়ার অভিযোগ ওঠে BJP কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা পুলিশ লাঠিচার্জ করে ৷ যার জেরে জখম প্রায় শতাধিক BJP কর্মী-সমর্থক ৷
শাসকদল তৃণমূল কংগ্রেসের নির্দেশে বেছে বেছে BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে ৷ মারধর করা হচ্ছে ৷ এই অভিযোগে আজ SP অফিস অভিযানের ডাক দিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা BJP নেতৃত্ব ৷ অভিযানে অংশগ্রহণ করেন BJP নেত্রী ভারতী ঘোষ ৷ ছিলেন BJP নেতা সায়ন্তন বসুও ৷ শহরের LIC মোড়ে একটি সভার আয়োজন করা হয় ৷ সভা শেষে SP অফিসের দিকে দলে দলে এগিয়ে যেতে থাকেন BJP কর্মী-সমর্থকরা ৷ কিন্তু অভিযান শুরুর সঙ্গে সঙ্গেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় BJP কর্মী-সমর্থকদের ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে BJP কর্মী-সমর্থকরা ৷ অভিযোগ, তারা ইট, লাঠি ছুড়তে থাকে পুলিশকে লক্ষ্য করে ৷ চলে বোমাবাজিও ৷ ব্যারিকেড ভেঙে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পালটা লাঠিচার্জ করে পুলিশ ৷ ঘটনায় প্রায় শতাধিক BJP কর্মী-সমর্থক জখম ৷
ভারতী ঘোষ বলেন, "শান্তিপূর্ণভাবে অভিযান চলছিল ৷ কিন্তু অভিযান শুরুর মুহূর্তেই পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে ৷ বিনা কারণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে ৷ গণতান্ত্রিক আন্দোলনে এভাবে কি কাঁদানে গ্যাসের শেল ফাটানো উচিত ? কর্মী-সমর্থকদের পুলিশ মারধর করেছে ৷ বহুদিন ধরে আমরা অন্যায় অত্যাচার সহ্য করেছি ৷ সিস্টেম বসে বসে দেখছে ওরা ৷ কিন্তু এসব আমরা বরদাস্ত করব না ৷ বাংলা এটা বরদাস্ত করবে না ৷ "