খড়গপুর (পশ্চিম মেদিনীপুর), 18 এপ্রিল: সিবিআইয়ের নোটিশ ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷ মঙ্গলবার বিজেপির জাতীয় সহ-সভাপতি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক কী কারণে সিবিআই ডেকেছে, তা স্পষ্ট নয় । কয়লা, গরুপাচারের পর শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিষেকের । হয়তো সেই মামলায় ডেকেছে । এটা সিবিআই বা অভিষেক, দু’জনের মধ্যে কেউ বলতে পারবে৷ ওঁরা তো খোলসা করেননি ।’’
প্রসঙ্গত, দিন কয়েক আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক ৷ গতকাল সোমবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ যদিও সেই নির্দেশের কিছুক্ষণ পরই অভিষেকের কাছে পৌঁছায় সিবিআইয়ের নোটিশ ৷
মঙ্গলবার সকালে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে ৷ তিনি তখন পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়গপুরে প্রাতঃভ্রমণের পর চায়ে পে চর্চায় ব্যস্ত ৷ সেখানেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই নোটিশ নিয়ে এই মন্তব্য করেন ৷ বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে অনেকগুলি মামলা রয়েছে । অনেকবার তিনি সিবিআইয়ের কাছে গিয়েছেন । নতুন কিছু নয় । আদালত কোন মামলার সুরক্ষা কবচ দিয়েছে, আর সিবিআই কোন মামলার জন্য ডেকেছে ? সেটা স্পষ্ট নয় ! অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেননি, আর সিবিআইও স্পষ্ট কিছু জানায়নি ।’’