ঘাটাল, 15 মার্চ: মানবিকতার পরিচয় দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন এক শিশু-সহ দু'জন ৷ তাঁদেরকে দেখতে পেয়ে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন তিনি । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার বিশালাক্ষ্মী মন্দির এলাকায় । ঘটনায় রীতিমতো সাধুবাদ কুড়িয়েছেন এই বিজেপি বিধায়ক ৷ এমনকী তিনি গোটা রাত জেগে পাশে থাকার বার্তা দিয়েছেন আহতদের (BJP MLA Sital Kapat ferries children injured in road accident) ।
জানা গিয়েছে, মঙ্গলবার ঠিক সন্ধ্যের আগে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের বিশালক্ষ্মী মন্দির এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল শিশু -সহ এক পথচারী ৷ সেই সময় একটি টোটো গাড়ি তাদেরকে ধাক্কা মারে । এই ঘটনায় গুরুতর জখম হন পথচারী ও শিশু-সহ টোটো চালক ৷ সঙ্গে টোটোর মধ্যে থাকা এক যাত্রীও আহত হন । টোটো চালকের নাম শক্তিপদ মণ্ডল । ঠিক সেই সময় ঘাটালের দিক থেকে আসছিলেন সেখানকার বিজেপি বিধায়ক শীতল কপাট । এই পথ দুর্ঘটনায় আহতদের দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিধায়ক নিজের গাড়ি থামিয়ে দেন ৷ নিজেই গাড়ির মধ্যে তাঁদের তুলে নিয়ে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যান ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ।