পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hiran Chatterjee : প্রধানমন্ত্রীর দফতরে শহিদদের নামে রাস্তাঘাট নামকরণের প্রস্তাব হিরণের - বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়

দেশের জওয়ানরা তাঁদের প্রাণ দিয়ে, রক্ত দিয়ে দেশকে বাঁচালেও তার বদলে কিছুই জোটে না তাঁদের ৷ তাই এবার তাঁদের সম্মানার্থে দেশের বিভিন্ন জায়গা, অফিসের নামকরণ শহিদদের নামে করা-সহ 3টি প্রস্তাব প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ৷

হিরণ চট্টোপাধ্যায়
হিরণ চট্টোপাধ্যায়

By

Published : Oct 24, 2021, 9:31 AM IST

খড়্গপুর, 24 অক্টোবর : দেশের বিভিন্ন রাস্তা, হাসপাতাল, বিডিও অফিস, এসডিও অফিস, ব্লক অফিস, পঞ্চায়েত অফিসের নাম হবে শহিদদের নামে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমন প্রস্তাবের কথা জানিয়েছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ৷ আর যাঁরা প্রাণ দিয়ে দেশকে বাঁচিয়েছেন, তাঁদের এ ভাবে সম্মান জানানোর কথা আগে কোনও বিধায়ক ভাবেননি, দাবি করলে হিরণ ৷ দু'দিনের ফুটবল টুর্নামেন্টে এসে খড়্গপুরবাসীকে একথা জানালেন বিজেপি বিধায়ক ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী এই প্রস্তাবের উত্তর দিয়েছেন ৷ তাঁকে সমর্থন করেছেন খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ও ।

রেল শহর খড়্গপুরে গতকাল শুরু হয়েছে দু'দিনব্যাপী 'অমর জওয়ান কাপ' শীর্ষক একটি ফুটবল টুর্নামেন্ট ৷ জওয়ানরা বিভিন্ন সময়ে দেশ রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাতে এই ম্যাচের আয়োজন । খড়্গপুরের তালবাগিচার একটি স্কুল-মাঠে এই এর উদ্বোধন করেন এলাকার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন : Modi-Mamata : মমতাকে 'ধন্যবাদ' মোদির মন্ত্রী নিশীথের

তিনি জানান, শহিদদের সম্মান জানাতে প্রধানমন্ত্রীর কাছে 3টি প্রস্তাব রাখা হয়েছে ৷ প্রথমত, দেশের বিভিন্ন রাস্তা, হাসপাতাল, গুরুত্বপূর্ণ ভবন, বিডিও অফিস, এসডিও অফিস, ব্লক ও পঞ্চায়েতের নাম কোনও শহিদের নামে করতে হবে ৷ দ্বিতীয়ত, 15 অগস্ট ও 26 জানুয়ারি পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনিক আধিরকারিকের সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলের কোনও শহিদ পরিবারের সদস্যকে নিয়ে এসে তাঁকে দিয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন করাতে হবে ৷ তৃতীয়ত, এই প্রস্তাবের নাম রাখা হোক 'তিরঙ্গা পরিবার' ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছি প্রত্যেক শহিদ পরিবারকে যেন 'তিরঙ্গা পরিবার' হিসেবে নামকরণ করে দেন ৷"

অমর জওয়ান কাপ ফুটবল টুর্নামেন্টে শহিদদের সম্মান দেওয়ার ঘোষণা বিজেপি বিধায়ক হিরণের

হিরণ বলেন, "আমরা মজায় ফুটবল খেলছি, কিন্তু দেশ বাঁচাচ্ছেন শহিদ ভাইয়েরা, আমাদের সেনাবাহিনী ৷" তিনি জানান, ডাক্তার, প্রফেসর, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এঁদের সকলের নামের আগে তাঁদের পেশার সম্মানসূচক পদটির কথা উল্লেখ থাকে, কিন্তু "যাঁরা শহিদ হলেন, তাঁদের নামকরণ কোথাও নেই ৷" তাঁদের সমাজে কোনও স্বীকৃতি নেই, পদবি নেই ৷ সেই জন্য বিজেপি বিধায়ক নরেন্দ্র মোদির কাছে সমগ্র দেশবাসীর হয়ে যাঁরা শহিদ হচ্ছেন, তাঁদের সম্মানার্থে এই 3টি প্রস্তাব রেখেছেন ৷ তাঁর দাবি স্বাধীনতার পর 75 বছরে এমন প্রস্তাব প্রথম তিনিই জানিয়েছেন ৷

যদিও এদিনের ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে দেখা যায়নি দিলীপ ঘোষের কোনও ঘনিষ্ঠ সদস্যকে । এই নিয়ে কানাঘুষো চললেও বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details