চন্দ্রকোনা, 10 ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় পদযাত্রা করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু ৷ এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "চোর এখন ট্যাগলাইন ৷ মমতা চোর, মমতা চোর, মমতা চোর ৷"
এদিন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার শ্রীনগর চৌমাথার মাঠে বিজেপির তফশিলি মোর্চার উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে সমাজের পিছিয়ে পড়া মানুষদের অধিকার আদায়ের স্বার্থে জনসভার আয়োজন করা হয় ৷ আরামবাগ সাংগঠনিক জেলার আয়োজনে সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ জনসভার আগে শ্রীনগর রথতলা থেকে দলীয় নেতা কর্মীদের সঙ্গে প্রায় 1 কিমি পদযাত্রা করে চৌমাথার মাঠে সভাস্থলে হাজির হন তিনি ৷ সভামঞ্চ থেকে তৃণমূল ও শাসকদল পরিচালিত সরকারের বিরুদ্ধে একের পর ইস্যুকে সামনে রেখে তীব্র আক্রমণ শানান ৷ সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু ৷
এরই মধ্যে শনিবার এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ধরনার এক হাজার দিন পূর্ণ হয় ৷ বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা মাথা ন্যাড়া করেন ৷ এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে ধর্মতলায় গান্ধিমূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীরা ধরনাস্থলে পৌঁছন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷ তিনি প্রতিবাদীদের আশ্বস্ত করেন, সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হবে ৷
কুণালের এই ভূমিকা প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেবেন না বলে জানান ৷ বিজেপি নেতা কুণাল ঘোষকে নিয়ে বলেন, "আমি নর্দমার কীট, সাড়ে তিন বছরের জেল খাটা আসামিকে নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেব না ৷" এই সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, "এ রাজ্য থেকে সবচেয়ে বেশি একশো দিনের টাকা চুরি হয়েছে । সবকিছুতেই চুরি করেছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই বলব, চোর মমতা ৷ ট্যাগ লাইন চোর মমতা ৷"